২৯ অক্টোবর, ২০২১ ২১:৫৪

আইসিসির নতুন আম্পায়ার ফয়সাল আফ্রিদি

অনলাইন ডেস্ক

আইসিসির নতুন আম্পায়ার ফয়সাল আফ্রিদি

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্যানেলভুক্ত আম্পায়ার হিসেবে নিয়োগ পেয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ফয়সাল আফ্রিদি।

শুক্রবার (২৯ অক্টোবর) পাকিস্তান ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে তার নিয়োগ পাওয়ার বিষয়টি জানায়। তিনি আহসান রেজা, আসিফ ইয়াকুব এবং রশিদ রিয়াজদের সঙ্গে আইসিসির আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হলেন।

৪৩ বছর বয়সী সাবেক এ ক্রিকেটার ক্যারিয়ারে ৫৩টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। খেলুড়ে জীবনে ৫৩টি প্রথম শ্রেণির ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ৮৬৯ রান। বল হাতে শিকার করেছেন ১৩৬ উইকেট। অন্যদিকে ৩৫ লিস্ট 'এ' শ্রেণির ম্যাচে তিনি ব্যাট হাতে ১৬২ রান ও বল হাতে ৪৩ উইকেট নিয়েছেন।

১৯৯৮ থেকে ২০০৮ সাল পর্যন্ত তিনি নারীদের তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনা করেছেন। এ ছাড়াও তিনি ১৭টি প্রথম শ্রেণির ম্যাচ ও ১৩টি লিস্ট এ ম্যাচ ও ২৩টি টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনা করেছেন আম্পায়ার হিসেবে। তিনি আম্পায়ার হিসেবে নিযুক্ত ছিলেন কায়েদ-ই-আযম ট্রফির খেলায়ও।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর