১৪ নভেম্বর, ২০২১ ১১:৫০

৪ গোল করে ৬৩ বছরের রেকর্ড ভাঙলেন এমবাপ্পে

অনলাইন ডেস্ক

৪ গোল করে ৬৩ বছরের রেকর্ড ভাঙলেন এমবাপ্পে

কিলিয়ান এমবাপ্পে

কাতার বিশ্বকাপের বাছাই পর্বের খেলায় ইউরোপ অঞ্চলে ‘ডি’ গ্রুপের ম্যাচে শনিবার রাতে প্যারিসে কাজাখস্তানকে ৮-০ গোলে হারিয়েছে ফ্রান্স। এর ফলে বিশ্বকাপ খেলা নিশ্চিত হয়ে গেছে দিদিয়ের দেশমের শিষ্যদের। ৭ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে তারা এখন পয়েন্ট টেবিলের শীর্ষে।

কাজাখস্তানের বিপক্ষে ৮ গোলের চারটিই করেছেন কিলিয়ান এমবাপ্পে। জোড়া গোল পেয়েছেন আরেক ফরাসি ফরোয়ার্ড করিম বেনজেমা। একটি করে গোল পেয়েছেন আঁতোয়া গ্রিজম্যান ও আদ্রেইন রাবিও।

৬ মিনিটেই গোল করেন এমবাপ্পে। ১২তম মিনিটে দ্বিতীয় এবং ৩২তম মিনিটে হ্যাটট্রিক করেন এমবাপ্পে। জাতীয় দলের হয়ে এটি তার প্রথম হ্যাটট্রিক। ১৯৮৫ সালের পর এই প্রথম কোনো ফরাসি ফুটবলার জাতীয় দলের হয়ে হ্যাটট্রিক করেছেন। 

 নির্ধারিত সময়ের তিন মিনিট বাকি থাকতে নিজের চতুর্থ গোলটি করেন এমবাপ্পে। ১৯৫৮ সালের জুনে তৎকালীন পশ্চিম জার্মানির বিপক্ষে ফ্রান্সের হয়ে ৪ গোল করেছিলেন জুস্ত ফঁতেইন। ৬৩টি বছর পর সেই রেকর্ডও স্পর্শ করলেন এমবাপ্পে।


বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর