২১ নভেম্বর, ২০২১ ০৩:২১

শেষ ম্যাচে অনিশ্চিত মোস্তাফিজ

অনলাইন ডেস্ক

শেষ ম্যাচে অনিশ্চিত মোস্তাফিজ

মোস্তাফিজুর রহমান। ফাইল ছবি।

পাকিস্তানের বিপক্ষে টানা দুই ম্যাচে হেরে হোয়াইটওয়াশের আশঙ্কায় পড়ে গেছে বাংলাদেশ দল। সোমবার শেষ ম্যাচে জয় না পেলে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হবে টাইগাররা।

এমন পরিস্থিতি বাংলাদেশের নির্ভরশীল বোলার মোস্তাফিজুর রহমানের শেষ ম্যাচে খেলা অনিশ্চিত হয়ে পড়েছে। তার জায়গায় ব্যাকআপ হিসেবে দলভুক্ত হয়েছেন পেসার কামরুল ইসলাম রাব্বি। তার সঙ্গে ১৬ জনের দলে জায়গা পেয়েছেন ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমনও।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে নিজের তৃতীয় ওভার অসমাপ্ত রেখে মাঠ ছাড়েন মোস্তাফিজুর। পরে বিসিবি জানায়, শরীরের এক পাশে ব্যথা অনুভব করছিলেন তিনি। রবিবার তার পরিস্থিতি আবার পরীক্ষা করে বাঁহাতি এই পেসারের খেলার ব্যাপারে সিদ্ধান্ত নেবে বিসিবি।

টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন গণমাধ্যমকে বলেন, ‘মোস্তাফিজের সাইড স্ট্রেইন আছে। তাই ঝুঁকি না নিয়ে আমরা কামরুল ইসলাম রাব্বিকে দলে ডেকেছি।’

বিডি প্রতিদিন/এমআই

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর