শিরোনাম
৭ ডিসেম্বর, ২০২১ ১০:৫৩

বেইজিং উইন্টার অলিম্পিক বয়কটের ঘোষণা দিলো যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক

বেইজিং উইন্টার অলিম্পিক বয়কটের ঘোষণা দিলো যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনা ক্রমশই বাড়ছে। এমন পরিস্থিতিতে ২০২২ সালে চীনের বেইজিংয়ে অনুষ্ঠিতব্য উইন্টার অলিম্পিক বয়কটের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির কূটনীতিকরা ওই অলিম্পিক বয়কট করবেন। ওই অলিম্পিকে কোনো অফিসিয়াল ডেলিগেশনও পাঠাবে না দেশটি। 

তবে তাদের অ্যাথলেটরা খেলায় অংশ নিতে পারবেন এবং সে জন্য দেশটির সরকার সব ধরনের সহযোগিতা দেবে।

এ ব্যাপারে বিবিসির খবরে বলা হয়, এর আগে যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক এবং রিপাবলিকান, উভয় দলের আইন প্রণেতারাই ওই অলিম্পিক বয়কটের আহ্বান জানিয়েছিলেন। প্রেসিডেন্ট বাইডেনও বয়কটের কথা বলেছিলেন। এর জবাবে চীন জানিয়েছিল, এমন ঘোষণা এলে তারাও এর পাল্টা ব্যবস্থা নেবে।

যুক্তরাষ্ট্র চীনে উইঘুর মুসলিম নির্যাতনকে গণহত্যা বলে আখ্যায়িত করে এর প্রতিবাদ করে আসছে। এরই ধারাবাহিকতায় এ ঘোষণা এলো।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর