শিরোনাম
৭ ডিসেম্বর, ২০২১ ১১:৩১

ফ্লাড লাইটের আলোতে এবাদত-খালেদের দুর্দান্ত শুরু

অনলাইন ডেস্ক

ফ্লাড লাইটের আলোতে এবাদত-খালেদের দুর্দান্ত শুরু

মিরপুরের আকাশ এখনো মেঘলা। ১ ঘণ্টা ২০ মিনিট দেরিতে খেলা শুরু হয়েছে। ফ্লাড লাইটের আলোতে চলছে ঢাকা টেস্টের চতুর্থ দিন খেলা।

তবে দিনের শুরুতেই আজহার আলীকে সাজঘরে পাঠিয়েছেন পেসার এবাদত হোসেন। এবাদতের শর্ট বলে পুল করতে চেয়েছিলেন, কিন্তু ব্যাটে-বলে ঠিক মতো সংযোগ হয়নি। লিটন দাসের সহজ ক্যাচে ৫৬ রানে আউট হন পাকিস্তানের সাবেক অধিনায়ক। আজহারের আউটে ভেঙে যায় ১২৩ রানের জুটি। ক্রিজে নতুন ব্যাটসম্যান ফাওয়াদ আলম এসেছেন। 

এরপরই বাবর আজমকে এলবিডব্লিউ করে টেস্ট ক্যারিয়ারের প্রথম উইকেট পান খালেদ আহমেদ। বাবর ১২৬ বলে ৭৬ রানের ইনিংস খেলেন। ২০১৮ সালে অভিষেক হওয়ার পর জাতীয় দলে অনিয়মিত পেসার খালেদ নিজের তৃতীয় টেস্টে এসে প্রথম উইকেটের দেখা পান। সেটাও আবার টেস্ট ক্রিকেটে বিশ্বের অন্যতম ব্যাটসম্যানকে ফিরিয়ে নিজের প্রথম উইকেট রাঙান তিনি।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর