১৬ ডিসেম্বর, ২০২১ ১০:২০

‘যদি কেউ নিজেকে দেশের চেয়ে বড় মনে করে, তাকে না খেলানোই উচিত’

অনলাইন ডেস্ক

‘যদি কেউ নিজেকে দেশের চেয়ে বড় মনে করে, তাকে না খেলানোই উচিত’

মাশরাফি বিন মুর্তজা

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ক্রিকেটারদের মধ্যকার দূরত্ব বিভিন্ন সময় প্রকাশ্যে এসেছে। সম্প্রতি মুশফিকুর রহিমের বিশ্রাম ও মাহমুদুল্লাহ রিয়াদের অবসর প্রসঙ্গে সেই দূরত্ব আরও বেশি চোখে পড়েছে। এ নিয়ে নিজের মতামত জানিয়েছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তিনি মনে করেন, ক্রিকেটারদের সঙ্গে বোর্ডের যোগাযোগটা ঠিক রাখতে হবে। যোগাযোগ ঠিক রেখে দলের জন্য কল্যাণকর পদক্ষেপ নিতে হবে। 

সম্প্রতি একটি অনলাইন পোর্টালকে দেওয়া সাক্ষাৎকারে মাশরাফি বলেন, ‘দেশের চেয়ে কোনো ক্রিকেটার বড় নয়। যদি কেউ নিজেকে দেশের চেয়ে বড় মনে করে, তাকে না খেলানোই উচিত। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। হাজার, লাখ, কোটি মানুষ মাশরাফির পক্ষে থাকুক, কিন্তু মাশরাফি যদি মনে করে সে বাংলাদেশ ক্রিকেটের চেয়ে বড়, তাহলে তাকে বাদ দেওয়া উচিত। কে কী বলল, সেটা গুরুত্বপূর্ণ নয়। ক্রিকেট বোর্ড তো যে কোনো সিদ্ধান্ত চাইলেই নিতে পারে। কিন্তু কমিউনিকেশন ঠিক করে।’ 

তিনি আরও বলেন, ‘যোগাযোগ ঠিক রাখতে পারলে, তারপর কোনো ক্রিকেটার কিছু করলে তাকে বাদ দিন! বাংলাদেশের ক্রিকেট তো এমনিতেই খুঁড়িয়ে যাচ্ছে। তো ওইসব ক্রিকেটার রেখে লাভ নেই। যোগাযোগ ঠিক রেখে যে কোনো অ্যাকশনে যাওয়া যায়। কিন্তু যোগাযোগ ঠিক না রাখলে ওই ক্রিকেটারের প্রতি অন্যায় হয়। আমাকে যখন বাদ দেওয়া হলো, আমি বলেছিলাম যে এটা পেশাদারভাবেই নিচ্ছি। তারা আমার সঙ্গে যোগাযোগ করেনি। তারপরও আমি ইতিবাচকভাবে নিয়েছি এজন্য যে, আমি বাংলাদেশ ক্রিকেটের চেয়ে বড় নই। আমার দায়িত্ব বাংলাদেশের ক্রিকেটকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া। দেশের ক্রিকেটের দায়িত্ব নয় আমাকে টেনে তোলা।’

তিনি আরও বলেন, ‘যেটা করা উচিত, আমি যে দেশকে সার্ভিস দিয়েছি, ওই সম্মানটুকু দেওয়া উচিত যে যদি বাদও দেয়, আমার সঙ্গে যেন যোগাযোগ করা হয়। বা আমাকে কোনো সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে, সেটা পরিষ্কার করে বলা। সেটা ভালো লাগে বা মুশফিকের কাছে ভালো লাগত। হতে পারে, আমাদের (বোর্ডের) ওই ক্রিকেটারদের সঙ্গে কথা বলার সাহস নেই। কিংবা হতে পারে, এসব আমাদের মাথায়ই আসে না, মনে হয় এসবের প্রয়োজনই নেই! ক্রিকেট কালচারটা আগে ঠিক করতে হবে। ক্রিকেট সংস্কৃতি যদি সেট না হয়, তখন এসবও সেট হবে না।’


সূত্র : বিডিনিউজ

 

বিডি প্রতিদিন/ফারজানা

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর