শিরোনাম
৩ জানুয়ারি, ২০২২ ১৪:৫৬

কিউইদের বিরুদ্ধে দুর্দান্ত ব্যাটিংয়ের মন্ত্র বললেন জয়

অনলাইন ডেস্ক

কিউইদের বিরুদ্ধে দুর্দান্ত ব্যাটিংয়ের মন্ত্র বললেন জয়

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই দিন অসাধারণ খেলা বাংলাদেশ তৃতীয় দিনও ধারাবাহিকতা বজায় রাখল। বিশ্বমানের কিউই পেসারদের দারুণভাবে সামলেছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। মাউন্ট মঙ্গানুইয়ে প্রথম টেস্টের তৃতীয় দিন শেষে বোল্টদের বিরুদ্ধে এমন ব্যাটিংয়ের মূলমন্ত্র জানালেন মাহমুদুল হাসান জয়। 

প্রতিপক্ষের বোলারদের নাম না দেখে স্বাভাবিক খেলার চেষ্টা করে গেছেন তিনি, ‘নিউজিল্যান্ড দলের পেস বোলিং আক্রমণ বিশ্বসেরা। ওরা টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপাজয়ী দল। আমি এক্ষেত্রে আমার স্বাভাবিক খেলাটাই খেলার চেষ্টা করেছি। ওদের বোলারদের নাম না দেখে খেলার চেষ্টা করেছি।’

প্রথম দিন ২১১ বলে ৭০ রান করে অপরাজিত ছিলেন জয়। হাফ সেঞ্চুরির দেখা পেয়েছিলেন ১৬৫ বল খেলে। তবে দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেননি যুব বিশ্বকাপজয়ী এই ব্যাটসম্যান। এলোমেলো আর খাপছাড়া খেলে ৭৮ রানে বিদায় নেন। ওয়াগনারের শিকার হয়ে ফিরে গেছেন আর ৮ রান যোগ করে।

জয় বলেন, ‘ব্যাটিংয়ের শুরুর দিকে আমার আর সাদমান ভাইয়ের পরিকল্পনা ছিল যে নতুন বলটা কিভাবে পুরোনো করা যায় এবং বল বাই বল খেলব। আমরা যদি বেশি দূরের চিন্তা করি তাহলে হয়তো বা সফল নাও হতে পারি কিন্তু বল বাই বল খেললে সফল হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে। আমাদের পার্টনারশিপটা ভালোই হয়।’


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর