৪ জানুয়ারি, ২০২২ ১৫:০৪

ইবাদতের তাণ্ডব! যা বললেন লিটন

অনলাইন ডেস্ক

ইবাদতের তাণ্ডব! যা বললেন লিটন

নিউজিল্যান্ড সফরে আরও একটি সোনালি দিন পার করেছে বাংলাদেশ। মাউন্ট মঙ্গানুই টেস্টে দ্বিতীয় ও তৃতীয় দিনের মতো চতুর্থ দিনটিও নিজেদের করে নিয়েছেন মুমিনুল হকরা। বল হাতে কিউই শিবিরের ধস নামিয়ে দিয়েছেন ইবাদত হোসেন।

মঙ্গলবার (৪ জানুয়ারি) প্রথম টেস্টের চতুর্থ দিন শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৫ উইকেটে ১৪৭। বাংলাদেশের চেয়ে লিড ১৭ রানের। ইবাদত একাই নিয়েছেন ৪ উইকেট। ১৭ ওভারে ৪ মেডেন দিয়ে ৩৯ রান দেন। শেষ ঘণ্টায় তার ৬ ওভারের স্পেলটি ছিল ভয়ঙ্কর। ৬-২-১৪-৩! ক্যাচ মিস, রান আউট মিস করে যখন বাংলাদেশ এলোমেলো তখন ইবাদত ম্যাচে ফিরিয়েছেন।

লিটন দাস বলেই দিলেন, ইবাদত তার যোগ্যতা প্রমাণ করেছে। উইকেটকিপার ব্যাটসম্যান বলেন, ‘তার (ইবাদত) হয়তো গড় একটু বেশি, ইকোনোমিও একটু বেশি ছিল, কিন্তু তার যে যোগ্যতা আছে, সে যে ভালো বোলার; সেটি সে আজ প্রমাণ করেছে। সামনেও সে প্রমাণ করবে, এই বিষয়ে আমি বেশ আশাবাদী।’

ইবাদতের প্রশংসা করে লিটন বলেন, ‘আমাদের যতগুলো বোলার বল করেছে সবাই একই লেন্থে, আমাদের যেই পরিকল্পনা ছিল যে অনুযায়ী বল করেছে। ইবাদত আজকে দুর্দান্ত ছিল। ওর দুটো স্পেলই চমৎকার ছিল। আমার মনে সে একই জায়গায় বল করার কারণে অনেক সহায়তা পেয়েছে। তার ব্রেক থ্রু আমাদের দলকে অনেক অনুপ্রাণিত করেছে।’

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর