৬ জানুয়ারি, ২০২২ ১০:৫০

জোহানেসবার্গে বাকবিতণ্ডায় জড়ালেন বুমরাহ-জেনসেন

অনলাইন ডেস্ক

জোহানেসবার্গে বাকবিতণ্ডায় জড়ালেন বুমরাহ-জেনসেন

সংগৃহীত ছবি

রীতিমতো উত্তপ্ত ওয়ান্ডারার্স। দুই বোলারের ঝালেমা মেটাতে ছুটে আসতে হল আম্পায়ারদের। ফিল্ডিং টিমের ক্যাপ্টেনও এগিয়ে এসে ঠান্ডা করলেন প্রতিপক্ষ টিমের বোলারকে, যিনি ব্যাট হাতে নেমেছিলেন বাইশ গজে। দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন জাশপ্রীত বুমরাহ আর মার্কো জেনসেনের ঝামেলার সাক্ষী থাকল জোহানেসবার্গ।

কী ঘটেছিল মাঠে? ৫৩.৪ ওভারের ঘটনা। নিজের ওভারের প্রথম চারটি বলই বাউন্সার দেন জেনসেন। চারটি বলই আছড়ে পড়ে বুমরাহর গায়ে। যে কারণে রীতিমতো চটে যান বুমরাহ। ঠিক তখনই আবার কিছু একটা বলেনও জেনসেন। এরপর মাথা গরম করতে দেখা যায় বুমরাহকে। 

ভারতীয় পেসার কার্যত তেড়ে যান দক্ষিণ আফ্রিকান পেসারের দিকে। দুই আম্পায়ার এসে দুইজনকে থামান। অপর ব্যাটার বিহারিও পৌঁছে যান দুইজনের সামনে। বুমরাহর দিকে এগিয়ে আসেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডিন এলগারও। ক্রিজে ফিরে এসে তাকেও কিছু একটা বলেন বুমরাহ। এলগার তার পিঠ চাপড়ে দেন। এরপর প্রত্যেকেই এগিয়ে যান।

পরের ওভারে অবশ্য আর বল করতে দেখা যায়নি জেনসেনকে। প্রোটিয়া ক্যাপ্টেন চাননি, দুইজনের মধ্যে কোনও ঝামেলা হোক। তবে লুঙ্গি এনগিডির বলে জেনসেনের হাতে ক্যাচ দিয়েই ফেরেন বুমরাহ। ক্রিকেট মাঠে অবশ্য ঝামেলা নতুন নয়। সেইদিক থেকে দেখতে গেলে বুমরাহ-জেনসেন ঝামেলা ততটা গুরুত্ব পাবে না।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর