৮ জানুয়ারি, ২০২২ ০৯:২৩

মুমিনুলদের সামনে ক্রাইস্টচার্চের ভয়ঙ্কর উইকেট

অনলাইন ডেস্ক

মুমিনুলদের সামনে ক্রাইস্টচার্চের ভয়ঙ্কর উইকেট

২০০১ সাল থেকে বাংলাদেশের ক্রিকেটাররা যে স্বপ্ন বুকে লালন করে নিউজিল্যান্ড সফর করেছে, মাউন্ট মঙ্গানুইয়ে সেই স্বপ্ন পূরণ হয়েছে। বাংলাদেশ ক্রিকেটের স্বপ্ন পূরণ করেছেন ক্রিকেটাররা। নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডকে হারিয়ে মুমিনুলরা লিখেছেন সোনালি কালিতে ক্রিকেটের রূপকথা। দেশের ক্রিকেটকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। ল্যাথামের নিউজিল্যান্ডকে হারিয়ে মুমিনুলের টাইগাররা এখন আত্মবিশ্বাসের তুঙ্গে। এখন ক্রাইস্টচার্চে ড্র করতে পারলেই নিশ্চিত হয়ে যাবে সিরিজ।

তবে ক্রাইস্টচার্চের সবুজ উইকেটে টাইগারদের স্বপ্নের লড়াইটা মোটেও সহজ হবে না। সেখানে ফেরানো হচ্ছে ঘাসের উইকেটে। যে উইকেটে খেলা হবে দ্বিতীয় টেস্ট। খুব স্বাভাবিকভাবেই এমন উইকেটে অনভ্যস্ত টাইগার ব্যাটারদের জন্য অপেক্ষা করে আছে কঠিন চ্যালেঞ্জ।

চার পেসার নিয়ে বিশ্বসেরা পেস আক্রমণ গড়েছে নিউজিল্যান্ড। মাউন্ট মঙ্গানুইয়ে এই চারজনকে সামলেছে টাইগার ব্যাটাররা। কিন্তু হ্যাগলি ওভালের পেস স্বর্গে বোল্ট-সাউদিদের কিভাবে সামলাবেন মুমিনুলরা- সেটাই দেখার। অভিজ্ঞ কিউই ব্যাটার রস টেইলর শুক্রবার সাংবাদিকদের বলেন, 'এই মাঠ আমরা খুব ভালোভাবে চিনি। আমার মনে হয়, এখানে বাউন্স থাকবে ও বল ভালোভাবে কিপারের কাছে যাবে পুরো সময়ই। অনেক ঘাস থাকবে এখানে।'

টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দেওয়া রস টেইলর আরও জানান, 'আমার মনে হয়, মাউন্ট মঙ্গানুইতে কিভাবে খেলা উচিত- সেটা এখনো আমরা বুঝে ওঠার চেষ্টা করছি। কিন্তু এখানকার উইকেট সম্পর্কে আমাদের ধারণা অনেক বেশি। বোলারদের জিভে জল চলে আসবে উইকেট দেখে। তবে গত টেস্টের চেয়ে আমাদের ব্যাটসম্যানদের আরাও বেশি নিবেদন দেখাতে হবে। যদিও আমাদের ব্যাটার এবং বোলাররা এই কন্ডিশনে অনেক অভ্যস্ত। আমাদের জিততেই হবে, শুধু সিরিজ বাঁচাতে নয়, টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টের জন্যও।'


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর