৮ জানুয়ারি, ২০২২ ১১:৩২

ফেরা হচ্ছে না হেইজেলউডের, ইংল্যান্ড শিবিরে স্যাম বিলিংস

অনলাইন ডেস্ক

ফেরা হচ্ছে না হেইজেলউডের, ইংল্যান্ড শিবিরে স্যাম বিলিংস

জস হেইজেলউড-স্যাম বিলিংস

চলছে অ্যাশেজ সিরিজ। ইতোমধ্যে প্রথম তিন টেস্ট জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে অস্ট্রেলিয়া। সিডনিতে চলমান চতুর্থ টেস্ট। এই টেস্টে দলে নেই জশ হেইজেলউ। পঞ্চম টেস্টেও ফেরা হচ্ছে না তার। আর হোবার্ট টেস্টের ইংল্যান্ড শিবিরে ডাক পেয়েছেন স্যাম বিলিংস।

প্রথম টেস্টের পর সাইড স্ট্রেইনের কারণে ছিটকে যান হেইজেলউড। শেষ টেস্টেও তাকে না পাওয়ার কথা সিডনি টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে শুক্রবার (০৭ জানুয়ারী) সাংবাদিকদের জানান অস্ট্রেলিয়া কোচ জাস্টিন ল্যাঙ্গার।

এদিকে, জস বাটলার ও জনি বেয়ারস্টোর চোটে সুযোগ পেয়েছেন বিলিংস। বিগ ব্যাশে সিডনি থান্ডারের হয়ে খেলে অস্ট্রেলিয়াতেই আছেন তিনি। হোটেলে আইসোলেশনে থাকার পর কোভিড টেস্টের ফল নেগেটিভ আসা সাপেক্ষে সিডনিতে দলের সঙ্গে যোগ দেবেন ৩০ বছর বয়সী এই ক্রিকেটার।

বিলিংসের এখনও টেস্ট অভিষেক হয়নি। সীমিত ওভারের ক্রিকেটে ইংল্যান্ডের হয়ে তিনি খেলেছেন ৫৮ ম্যাচ। প্রথম শ্রেণির ক্রিকেটে ৭৪ ম্যাচে ৬ সেঞ্চুরিতে তার রান ৩ হাজার ৩২৭, গড় ৩৪.২৯।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর