৮ জানুয়ারি, ২০২২ ১৩:৫০

জোড়া সেঞ্চুরিতে রাজসিক প্রত্যাবর্তন উসমান খোয়াজার

অনলাইন ডেস্ক

জোড়া সেঞ্চুরিতে রাজসিক প্রত্যাবর্তন উসমান খোয়াজার

উসমান খোয়াজা।

দুই বছর পর ফের অস্ট্রেলিয়ার জার্সি চাপিয়ে টেস্ট খেলতে নামার সুযোগ পেয়েছিলেন উসমান খোয়াজা। আর সেই সুযোগ বিফলে যেতে দিলেন না। সিডনিতে অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্টে খেলতে নেমে টানা দুই ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়েছেন খোয়াজা। প্রথম ইনিংসে করেছেন ১৩৭ রান। দ্বিতীয় ইনিংসে অপরাজিত ১০১ রান। জোড়া সেঞ্চুরিতে নিজের রাজসিক প্রত্যাবর্তন ঘটালেন তিনি।

ট্রাভিস হেডের করোনা হওয়াটা যেন খোয়াজার কাছে ছদ্মবেশে আশীর্বাদ হয়ে ধরা দিল। কামব্যাকটা এমন উজ্জ্বল করে রাখলেন খোয়াজা যে আগামী দিনে তাকে বাদ দেওয়ার আগে ক্রিকেট অস্ট্রেলিয়া ভাবতে বাধ্য হবে। স্বাভাবিকভাবেই হেড সুস্থ হয়ে দলে ফিরলেও খোয়াজার যা পারফরম্যান্স, সেই হিসাবে তাকে বাদ দিয়ে দল সাজানো কঠিন হবে টিম ম্যানেজমেন্টের। 

সিডনি টেস্টের প্রথম ইনিংসে ৫ নম্বরে ব্যাট করতে নেমে ২৬০ বলে ১৩৭ রানের দুর্দান্ত এক ইনিংস উপহার দেন খোয়াজা। এটি তার ক্যারিয়ারের নবম শতক। দ্বিতীয় ইনিংসেও দলের বিপর্যয়ে সময় অস্ট্রেলিয়ার হাল ধরেন ক্যামেরুন গ্রিন এবং উসমান খাজা। রীতিমত ওয়ানডে মেজাজে খেলে ক্যারিয়ারের ১০ম সেঞ্চুরির দিকে এগিয়ে যান তিনি।

শনিবার (৮ জানুয়ারি) ১৩১ বলে ম্যাচে নিজের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন উসমান খাজা। সেঞ্চুরির এ ইনিংসে ছিল ১০ চার এবং দুই ছক্কা। শেষ পর্যন্ত ১৩৮ বল খেলে ১০১ রানে অপরাজিত থাকেন তিনি। অস্ট্রেলিয়ার টেস্ট ইতিহাসে ২৪তম ব্যাটার হিসেবে দুই ইনিংসেই সেঞ্চুরি করার কীর্তি গড়েছেন উসমান খাজা। টেস্ট ইতিহাসের ৮৭তম এ ব্যাটার হিসেবে এ তালিকায় এসেছেন তিনি।  


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর