২১ জানুয়ারি, ২০২২ ০০:২০

তারকাবহুল দল, দায়িত্বও অনেক: মাহমুদুল্লাহ

অনলাইন ডেস্ক

তারকাবহুল দল, দায়িত্বও অনেক: মাহমুদুল্লাহ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের অন্যতম তারকাবহুল দল মিনিস্টার ঢাকা। দলে মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল ও মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে আছেন ক্যারিবিয়ান সুপারস্টার আন্দ্রে রাসেল।

অধিনায়ক মাহমুদুল্লাহও জানলেন, তারকাবহুল দলকে সঙ্গে করে তিনি চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। তবে দলটি প্রথম দুই ম্যাচে পাচ্ছে না মাশরাফিকে। 

বৃহস্পতিবার মাহমুদুল্লাহ বলেন, ‘আমাদের দলটা তারকাবহুল। অনেক দায়িত্বও থাকবে। যখন খ্যাতি বেশি থাকে, তখন তা প্রমাণেরও ব্যাপার থাকে। এই জিনিসগুলো আমাদের সবার মাথায় আছে। ইনশাআল্লাহ, এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি। আমি বিশ্বাস করি, আমার দলের ভালো করার সামর্থ্য আছে।’

শুক্রবার বিপিএলের প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকা নামবে খুলনা টাইগার্সের বিপক্ষে। ভালো শুরুর প্রত্যাশা জানিয়ে মাহমুদুল্লাহ বলেন, ‘আমরা শুরুটা কেমন করি এটা গুরুত্বপূর্ণ। প্রতিটা দলই খুব ভারসাম্যপূর্ণ। ভালো শুরু পেলে টুর্নামেন্টে মোমেন্টাম পাব।’

মাশরাফির প্রথম দুই ম্যাচে অনিশ্চয়তার কথা জানিয়ে মাহমুদুল্লাহ বলেন, ‘মাশরাফি ভাই থাকলে দলের পেস বোলিং বিভাগ আরও সমৃদ্ধ হয়ে যায়। কন্ডিশন বিবেচনায় ওনার অভিজ্ঞতা অনেক কাজে আসে। প্রথম দুইটা ম্যাচে ওনাকে সম্ভবত পাব না। তৃতীয় ম্যাচে তিনি থাকবেন ইনশাআল্লাহ, আমি আশাবাদী।’

টসকে বড় ফ্যাক্টর মনে করছেন ঢাকার অধিনায়ক, ‘টস সবসময়ই একটা ফ্যাক্টর, কারণ উইকেটের কন্ডিশন সবসময় মানিয়ে নিতে পারেন। কন্ডিশন মানিয়ে নিতে পারলে বোঝা যায় কিভাবে খেলতে হবে। ভালো ক্রিকেট খেলা, ইতিবাচক থাকা জরুরি।’


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর