৩১ জানুয়ারি, ২০২২ ১১:০৩

হতাশায় ক্রিকেট ছাড়তে চেয়েছিলেন স্টার্ক

অনলাইন ডেস্ক

হতাশায় ক্রিকেট ছাড়তে চেয়েছিলেন স্টার্ক

ফাইল ছবি

গত বছরের পারফরমেন্সে অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন মিচেল স্টার্ক। অথচ গত বছর আন্তর্জাতিক অঙ্গনে নিজের প্রত্যাশানুযায়ী পারফরমেন্স করতে না পারায় ক্রিকেট ছাড়ার চিন্তা পর্যন্ত করেছিলেন অস্ট্রেলিয়ার এই বাঁ-হাতি পেসার।

কিন্ত শুরুর দিকে নিজের মন মত পারফরমেন্স করতে পারেননি স্টার্ক। পরে কঠোর পরিশ্রমে স্বরূপে রুপে ফিরেছেন। পুরস্কার জিতে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) ওয়েবসাইটে স্টার্ক বলেন, 'গত বছরটা আমার কাছে খুবই খারাপ গিয়েছিল। মাঠ এবং মাঠের বাইরেও। যে রকম খেলতে চাইছিলাম, সে রকম পারছিলাম না। একটা সময় তো ক্রিকেট না খেলার কথাও ভাবছিলাম। '

তিনি আরও বলেন, 'আমাকে ওই সময়ে যারা সমর্থন যুগিয়েছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। বিশেষ করে অ্যালিসার প্রতি আমি অনেক কৃতজ্ঞ। সে আমাকে সর্বোচ্চ পর্যায়ে খেলতে অনুপ্রেরণা যুগিয়েছে। আমি তাকে ধন্যবাদ দিয়ে ছোটো করতে চাই না। ' বিশ্বকাপের মত মঞ্চেও স্টার্কের বিধ্বংসী রূপ দেখা যায়নি। ৭ ম্যাচে ৯ উইকেট নেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনালে ৪ ওভারে ৬০ রান দিয়ে উইকেটশুন্য ছিলেন স্টার্ক।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর