৬ ফেব্রুয়ারি, ২০২২ ১২:৪১

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের ওয়ানডে স্কোয়াডে শাহরুখ খান

অনলাইন ডেস্ক

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের ওয়ানডে স্কোয়াডে শাহরুখ খান

শাহরুখ খান।

ঘরের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগেই ভারতীয় দলের জন্য এসেছিল খারাপ খবর। করোনা আক্রান্ত হন শিখর ধাওয়ান, শ্রেয়াস আইয়ারসহ একাধিক ক্রিকেটার। আজ রবিবার থেকে শুরু হচ্ছে ওয়ানডে সিরিজ। ওয়ানডে সিরিজের গোটাটাই খেলা হবে আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। ম্যাচ শুরু হবে দুপুর ২টায়।

নিজেদের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচের জন্য প্রথমবারের মতো ভারতের স্কোয়াডে ডাক পেয়েছেন শাহরুখ খান। ২৫ বছর বয়স এই ক্রিকেটার তামিলনাড়ু থেকে উঠে আসা একজন ব্যাটার। আইপিএলে নজরকাড়া পারফরম্যান্সে এবার তিনি সুযোগ পেলেন ভারতের স্কোয়াডে।

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য ভারতের স্কোয়াডের সাথে নেট বোলার হিসেবে ছিলেন তিনি। সিরিজ শুরুর আগে করোনায় আক্রান্ত হয়েছেন ভারতের ৪ ক্রিকেটার। বিসিসিআই তাই নতুন করে ২ ক্রিকেটারকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে প্রথম ওয়ানডের দলে।
 
শাহরুখ তাদেরই একজন। স্কোয়াডে ডাক পাওয়া আরেক ক্রিকেটার হলেন ঈশান কিষাণ। তাদের অন্তর্ভুক্তির খবর জানিয়ে এক বিবৃতিতে বিসিসিআই জানায়, অল ইন্ডিয়া সিনিয়র সিলেকশন কমিটি প্রথম ওয়ানডের জন্য ভারতীয় দলে ঈশান কিষাণ এবং শাহরুখ খানকে দলে অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নিয়েছে। রবিবার আমমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে যে ম্যাচ খেলা হবে তাতে এই দুইজন থাকবেন ভারতীয় স্কোয়াডে।

করোনার কারণে শিখর ধাওয়ান, শ্রেয়াস আইয়ার, রুতুরাজ গায়কোয়াদ ও নবদীপ সাইনি এখনও আইসোলেশনে রয়েছেন। প্রথম ওয়ানডের দলে তাই তারা বিবেচিত হবেন না। অধিনায়ক রোহিত শর্মা ইতোমধ্যে জানিয়েছেন, প্রথম ওয়ানডেতে ধাওয়ানের জায়গায় ওপেনারের ভূমিকায় দেখা যাবে এর আগে দুইটি ওয়ানডে খেলা কিষাণকে। অভিষেকের অপেক্ষায় থাকা শাহরুখেরও জায়গা হতে পারে একাদশে।

একনজরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ভারতের স্কোয়াড- 

রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুদা, রিশভ পান্ট, দীপক চাহার, শার্দুল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণই, মোহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণ, আভেশ খান, শাহরুখ খান এবং ইশান কিশান।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর