১৭ ফেব্রুয়ারি, ২০২২ ১৭:৪৬

'বসুন্ধরা একাডেমির সঙ্গে যুক্ত হবে ম্যানচেস্টার ইউনাইটেড'

নিজস্ব প্রতিবেদক

'বসুন্ধরা একাডেমির সঙ্গে যুক্ত হবে ম্যানচেস্টার ইউনাইটেড'

বসুন্ধরা কিংস অ্যারেনার উদ্বোধন ঘোষণা করেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান।

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নতুন ইতিহাস রচিত করলো বসুন্ধরা কিংস। বৃহস্পতিবার বসুন্ধরা ক্রীড়া কমপ্লেক্সের কিংস অ্যারেনায় পুলিশ এফসির বিপক্ষে ম্যাচ দিয়ে ইতিহাস গড়েছে বসুন্ধরা কিংস। ৩০০ বিঘা জমির উপর গড়ে উঠা বসুন্ধরা ক্রীড়া কমপ্লেক্সে গড়ে তোলা হবে একাডেমি। সেই একাডেমির সঙ্গে যুক্ত হবে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। আজ বসুন্ধরা কিংস অ্যারেনা উদ্বোধন করতে এসে এমনটা জানালেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। 

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান বলেন, 'আমাদের যে ইনডোর একাডেমি করছি সেটায় চেষ্টা করছি ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাব থেকে আমরা ফ্র্যাঞ্চাইচ নিতে। আমাদের এই একাডেমিতে অন্ততপক্ষে এক হাজার ছেলে থাকতে পারবে, তারা খেলা শিখতে পারবে। মেয়েদের জন্য আমরা একাডেমির ব্যবস্থা রেখেছি এবং বাংলাদেশের মেয়েরা কিন্তু বলা যায় যে গর্ব। খেলাধুলায় তারা অনেক এগিয়ে যাচ্ছে। ফুটবল, ক্রিকেট সব খেলায়।'

বসুন্ধরা কিংস অ্যারেনার উদ্বোধন ঘোষণা করেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। 'আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই, সাংবাদিক এবং যারা এখানে আসছেন এবং যারা এই কমপ্লেক্স করার ব্যাপারে উৎসাহ দিচ্ছেন তাদের সবার কাছে আমি কৃতজ্ঞ। আপনাদের সহযোগিতা আমাদের অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। ইনশাল্লাহ! আমি আজকে এই শুভক্ষণে বসুন্ধরা কিংসের এই ফুটবল মাঠ উদ্বোধন করছি।'

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর