১৮ ফেব্রুয়ারি, ২০২২ ০৩:২৭

সাকিব-সুজনকে নিয়ে সতর্ক কুমিল্লা

অনলাইন ডেস্ক

সাকিব-সুজনকে নিয়ে সতর্ক কুমিল্লা

বিপিএলে পুরো টুর্নামেন্ট জুড়ে এভাবেই সাকিব নানা সিদ্ধান্ত নিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করেছেন। যার ফলে শেষ হাসি হেসেছে তার দল বরিশাল। সঙ্গে আছেন দলের কোচ ‘মাস্টারমাইন্ড’ খালেদ মাহমুদ সুজনও। ট্রফির লড়াইয়ে সুজন-সাকিবের ক্রিকেট বুদ্ধিকে সবচেয়ে বড় বাধা মনে করছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এই দুজনের মাথার বিরুদ্ধে লড়ে তৃতীয়বারের মতো ট্রফি ঘরে তুলতে চায় কুমিল্লা।

ফাইনালের আগে কুমিল্লার কোচ সালাউদ্দিন এমন বক্তব্য দিলেন, ‘আমরা কাছে মনে হয় যে বরিশালের যে শক্তি সেটা হচ্ছে সাকিব আল হাসান। সাকিবের মাথার সঙ্গে আমাদের খেলতে হবে। আমার মনে হয় যে খুবই ভালো অধিনায়কত্ব করছে এবং তার যতটুকু রসদ আছে সেটা খুব ভালভাবে ব্যবহার করছে। কারণ ও অনেক সময় যে কৌশলগুলো করে সেটা আসলে অনেক সময় ব্যাটসম্যানরা বুঝতে পারে না, সেটা যদি আমরা উতরাতে পারি তাহলে আমার মনে হয় যে ব্যাটসম্যানরা ভালো করবে।’

অন্যদিকে সুজনকে নিয়েও সালাউদ্দিন একই মন্তব্য করেছেন, ‘সুজন ভাই বিপিএলের বেশিরভাগ ফাইনালে ছিল। নিশ্চয়ই তার ভেতর কিছু আছে। তাদের দলটা কিন্তু শুরুতে ভালো করেনি। তারা খুব ভালোভাবে ফিরেছে। সুজন ভাইয়ের ট্র্যাক রেকর্ডও ভালো। অবশ্যই সুজন ভাইয়ের মাথার সঙ্গেও আমরাও খেলতে হবে।’


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর