১৮ ফেব্রুয়ারি, ২০২২ ০৬:৩১

ইউরোপাতেও ‘ছন্নছাড়া’ বার্সেলোনা

অনলাইন ডেস্ক

ইউরোপাতেও ‘ছন্নছাড়া’ বার্সেলোনা

সময়টা মোটেও ভালো যাচ্ছে না বার্সেলোনার। চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ঘণ্টা বেজে গিয়েছিল অনেক আগেই, তাতে বার্সার জায়গা হয়েছে ইউরোপের দ্বিতীয় সারির ক্লাব প্রতিযোগিতা ইউরোপা লিগে। দেড় যুগ পরে এই টুর্নামেন্ট খেলতে গিয়েও অভিজ্ঞতাটা ভালো হলো না দলটির। ন্যাপোলির সঙ্গে ড্র করেছে ১-১ গোলে। 

ন্যু ক্যাম্পের এই ম্যাচে শুরু থেকে আধিপত্য ছিল বার্সার। তবে গোলের দেখা পায়নি দলটি। উল্টো গোল করে বসে ন্যাপোলি। ম্যাচের ২৯ মিনিটে পিওতর জেলিনস্কির শট প্রথম দফায় মার্ক আন্দ্রে টের স্টেগেন ঠেকিয়ে দিলেও ফিরতি চেষ্টায় আর পারেননি। অনেকটা ধারার বিপরীতে গিয়ে গোল পায় সফরকারীরা। ন্যাপোলি বিরতিতেও যায় এক গোলে এগিয়ে থেকে।

বিরতির পরেও একই ধারায় চলেছে ম্যাচ। ৬০ মিনিটে বার্সা সমতা ফিরিয়েছে পেনাল্টি থেকে। আদামা ত্রায়োরের ক্রস ন্যাপোলি ডি-অঞ্চলে লাগে দলটির ডিফেন্ডার হুয়ান হেসুসের হাতে। পেনাল্টি থেকে গোল করেন ফেররান তরেস। এরপর বার্সার সামনে গোলের সুযোগ আসলেও বাজে ফিনিশিং গোল পেতে দেয়নি দলটিকে। পুরো ম্যাচে ২০ শটের মাত্র ৪টা ছিল লক্ষ্যে। তাতেই ড্রয়ে বাধ্য হতে হয়েছে দলটিকে। 


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর