২৫ ফেব্রুয়ারি, ২০২২ ০০:১৩

তিন বিভাগেই উন্নতির জায়গা দেখছেন ডমিঙ্গো

অনলাইন ডেস্ক

তিন বিভাগেই উন্নতির জায়গা দেখছেন ডমিঙ্গো

ফাইল ছবি

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে টপ অর্ডারে ব্যাটিং ধসের পরও বাংলাদেশ যেভাবে ঘুরে দাঁড়িয়ে জিতল, তা এক কথায় অবিশ্বাস্য। এমন মহাকাব্যিক জয়ের পরও টাইগারদের উন্নতির জায়গা দেখছেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং তিন বিভাগেই উন্নতির দাবি তুললেন তিনি। 

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সেই ঘাটতিগুলো স্বাগতিকরা কাটিয়ে উঠবে আশা তার।

ডমিঙ্গো বলেছেন, ‘আমাদের আরও ভালো খেলতে হবে। গতকাল আমরা সম্ভবত ১৩টি ওয়াইড দিয়েছি। একটি ক্যাচ ফেলেছি। এরপর ৪৫ রানে ৬ উইকেট হারিয়ে ফেললাম। গতকালের (বুধবার) পারফরম্যান্স থেকে তিন বিভাগেই অনেক উন্নতি করতে হবে। দারুণ এক পার্টনারশিপে গতকাল (বুধবার) জিতলেও আগামীকাল (শুক্রবার) আরও ভালো করতে হবে।’

টপ অর্ডার ব্যাটসম্যানরা যেভাবে ব্যাট করেছেন, তা স্পষ্টভাবে হতাশ করেছে ডমিঙ্গোকে। দ্বিতীয় ওয়ানডেতে তাদের কাছে ভালো কিছুর প্রত্যাশা কোচের, ‘ভালো করতেই হবে তাতে সন্দেহ নেই। তামিম, মুশফিক, রিয়াদ, সাকিবকে নিয়ে কোয়ালিটি অর্ডার আছে আমাদের। লিটনও আছে। হাই কোয়ালিটি ব্যাটিং লাইনআপ আমাদের। ছেলেরা অনেকদিন টি-টোয়েন্টি খেলার পর একদিনের ক্রিকেটে ফিরেছে। গতকালের (বুধবার) পারফরম্যান্সে তারা নিজেরাও হতাশ। কাল (শুক্রবার) আরও অনেক ভালো পারফরম্যান্স প্রত্যাশা করছি।’


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর