২৫ ফেব্রুয়ারি, ২০২২ ০৪:৫৪

দ্বিতীয় ম্যাচের আগে যা বললেন জেমি সিডন্স

অনলাইন ডেস্ক

দ্বিতীয় ম্যাচের আগে যা বললেন জেমি সিডন্স

আফগানিস্তানের বিপক্ষে বুধবার হারতে হারতে অবিশ্বাস্য এক জয় পায় বাংলাদেশ। ৪৫ রানে ৬ উইকেট হারানোর পরও আফিফ হোসেন এবং মেহেদী মিরাজের ১৭৪ রানের জুটিতে ৪ উইকেটে জয় পায় বাংলাদেশ।

দীর্ঘ ১১ বছর পর বাংলাদেশে ফিরে দুর্দান্ত একটা জয়ের সাক্ষী হলেন জেমি সিডন্স। বৃহস্পতিবার অনুশীলন শেষে ফেসবুক লাইভে এসে গত ম্যাচের অনুভূতির কথা জানিয়ে জেমি বলেছেন, ‘আমি এখন চট্টগ্রামে আছি। যেখানে আমরা আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলছি। গত রাতে আমরা প্রথম ম্যাচ খেলেছি। অবিশ্বাস্য একটি ম্যাচ ছিল এটি।’

আফিফ-মিরাজের ব্যাটিং মুগ্ধ করেছে একসময় সাকিব-তামিমে মুগ্ধ হওয়া জেমি। ব্যাটিং কোচের দায়িত্ব পাওয়া এই টাইগার কোচের আশা, দ্বিতীয় ম্যাচে সহজে জয় পাবে বাংলাদেশ।

‘দুই তরুণ আফিফ ও মিরাজ ১৭৪ রানের জুটি গড়ে ১০-১৫ বল (৭ বল) আগেই আমাদের জয় এনে দিয়েছে। সিরিজের শুরুতেই দারুণ এক জয়। এখানে দারুণ প্রতিভা রয়েছে। ছেলেরা গত রাতে যেভাবে খেলল, অসাধারণ ছিল। আমি নিশ্চিত তরুণদের কাছ থেকে এমন আরও অনেক ইনিংস দেখা যাবে। আশা করছি আগামীকাল (শুক্রবার) এর চেয়ে সহজ জয় পাব আমরা।’

ব্যাটিং লাইন-আপের শুরুর দিকে ছয় ব্যাটারের অসহায় আত্মসমর্পণ ভালো লাগেনি জেমির। আগামীতে তার কাজটা যে কঠিন হবে সেটারই ইঙ্গিত দিলেন এই কোচ।

‘আমরা জয় দিয়েই শুরু করেছি। শেষ দিকে গিয়ে সহজ জয়ই পেয়েছি। তবে শুরুতে আমরা চল্লিশের ঘরে ছয় উইকেট হারিয়ে ফেলি, যা ব্যাটিং কোচ হিসেবে আমার জন্য ভালো কিছু নয়।’

সিনিয়র ক্রিকেটাররা এদিন জ্বলে উঠতে না পারলেও সিডন্সের আশা কোনো না কোনো সময় জ্বলে উঠবেন সাকিব-তামিমরা।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর