২৬ ফেব্রুয়ারি, ২০২২ ১২:৩২

আমাদের স্পিন বিশ্বসেরা বলেই বাংলাদেশ পেস উইকেট বানিয়েছে : গুরবাজ

অনলাইন ডেস্ক

আমাদের স্পিন বিশ্বসেরা বলেই বাংলাদেশ পেস উইকেট বানিয়েছে : গুরবাজ

দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানকে উড়িয়ে দিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতেছে বাংলাদেশ। টাইগাররা গতকাল চট্টগ্রামে আফগানিস্তানকে হারিয়েছে ৮৮ রানের বিশাল ব্যবধানে। সিরিজের পাশাপাশি আইসিসি বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট তালিকায় সবার ওপরে উঠে গেল বাংলাদেশ। ১৪ ওয়ানডের মধ্যে ১০টিতে জিতে ১০০ পয়েন্ট টাইগারদের।

তবে আফগান উইকেটরক্ষক-ব্যাটার রহমানউল্লাহ গুরবাজ কাঠগড়ায় দাঁড় করালেন নিজেদেরই। তিনি বললেন, ‘তারা (বাংলাদেশ) জানত যে আমাদের স্পিন আক্রমণ বিশ্বে এক নম্বর। এ জন্য পেস সহায়ক উইকেটই তৈরি করেছে এখানে। এটা অবশ্য বাংলাদেশের হোম সিরিজ। তাই আমরাও আশা করিনি যে আমাদের জন্য স্পিন সহায়ক উইকেট সাজিয়ে রাখা হবে। তবে সেটি নয়, মূল ব্যাপার হলো আমরাই ব্যাটিং ইউনিট হিসেবে ভালো করিনি। আশা করছি, পরের ম্যাচেই আমরা ভালো করব। পেস বা স্পিন নয়, আমাদের শুধু উইকেটে আরেকটু সময় থাকা দরকার।’

দ্বিতীয় ওয়ানডের হারে নিজেদের বোলিংয়েরও দায় দেখেছেন কাল ম্যাচের শুরুতেই হাঁটুর চোট নিয়ে বাইরে যাওয়া গুরবাজ। লম্বা সময় বাইরে থাকায় ইনিংস ওপেন করারও সুযোগ ছিল না। ব্যাটিংয়ে নেমেছেন তাই সাত নম্বরে। বাংলাদেশের সংগ্রহ তাদের সাধ্যের বাইরেও চলে গিয়েছিল বলে জানালেন, ‘আমরা তাদের ২৫০ রানের মধ্যেই আটকে রাখতে চেয়েছিলাম। কিন্তু রানটা আমাদের প্রত্যাশার বাইরেই চলে যায় কিছুটা। উইকেট অবশ্য ব্যাটিংয়ের জন্য অত কঠিন ছিল না। আর আমরাও শুরুতে কিছু ভুল করে বসি। বিশেষ করে শুরুর রান-আউটটা (রিয়াজ হাসানের)।’ 

বোলিংয়ে ৩৩ রান ‘এক্সট্রা’ দেওয়ার কথাও বললেন, ‘ওয়ানডেতে ৩৩ রান অতিরিক্ত দেওয়াটা বড্ড বেশি। আশা করব, পরের ম্যাচে আর এ রকম হবে না।’ 

সিরিজ হেরে গেলেও শেষ ম্যাচ জিতে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের জন্য ১০ পয়েন্ট পাওয়াও কম গুরুত্বপূর্ণ নয় আফগানদের কাছে, ‘সিরিজ হেরে গেছি বলে আশাহত হওয়ার কিছু নেই। প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। আমরা এখন ১০ পয়েন্টের দিকে তাকিয়ে আছি। যদিও বিশ্বকাপে কোয়ালিফাই করার জন্য যথেষ্ট সময় এখনো বাকি আমাদের। ’


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর