২৮ ফেব্রুয়ারি, ২০২২ ১৫:৫১
বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজ

চার হাজার রানের মাইলফলকে লিটন, হবে তো বাংলাওয়াশ?

অনলাইন প্রতিবেদক

চার হাজার রানের মাইলফলকে লিটন, হবে তো বাংলাওয়াশ?

লিটন দাস

বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে এক মাইলফলক ছুঁয়েছেন লিটন কুমার দাস। আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে চার হাজার রান করেছেন বাংলাদেশের এই ওপেনিং ব্যাটার। 

এই ম্যাচে ১১৩ বলে ৮৬ রান করেছেন লিটন। বর্তমানে তার রানের সংখ্যা চার হাজার ৫১। সিরিজের প্রথম ম্যাচে সুবিধা করতে না পারলেও দ্বিতীয় ম্যাচে ১২৬ বলে ১৩৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন লিটন। 

চলতি বছর টেস্টেও দারুণ ফর্মে আছেন লিটন। দুই ম্যাচে করেছেন ১৯৬ রান, গড় ৬৫.৩৩। ২০২১ সালেও টেস্টে তার ছিলো সুপার ফর্ম। সাত ম্যাচে ৫৯৪ রান। গড় ৪৯.৫০।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো করতে না পারায় বাদ পড়েছিলেন দল থেকে। তবে ওয়ানডেতেও চলতি বছর সুপার ফর্মে লিটন। তিন ম্যাচে তার রান ২২৩। গড় ৭৪.৩৩।

এই সিরিজেই ক্যারিয়ারের পঞ্চম শতক তুলে নেন লিটন। ওয়ানডেতে চতুর্থ হাফ-সেঞ্চুরিটাও করেছেন আফগানদের বিপক্ষে।

তবে লিটনের সুপার ফর্মের শেষ ম্যাচে ধুঁকছে বাংলাদেশ। তৃতীয় ওয়ানডেতে আফগানদের বিপক্ষে ১৯২ রানে তিন ওভার এক বল বাকি থাকতে অলআউট হয়েছে তামিমের দল। এই ম্যাচে জয় পেলেই আইসিসির ওয়ানডে র‌্যাংকিংয়ে পাকিস্তানকে টপকে ছয় নম্বরে ওঠার সুযোগ আছে বাংলাদেশের। এবার বোলিং অ্যাটাকে টাইগাররা পারবে তো আফগানদের ঘায়েল করতে?

বিডি প্রতিদিন/নাজমুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর