২৮ ফেব্রুয়ারি, ২০২২ ১৯:০০

র‌্যাংকিংয়ে পাকিস্তানকে টপকানো হলো না বাংলাদেশের !

অনলাইন প্রতিবেদক

র‌্যাংকিংয়ে পাকিস্তানকে টপকানো হলো না বাংলাদেশের !

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। এই হারের মধ্য দিয়ে ছোটো একটা ধাক্কাই খেয়েছে তামিমের দল। আরও ১০ পয়েন্ট পেলে ওয়ানডে সুপার লিগে শীর্ষে থাকা বাংলাদেশের অবস্থান আরও পোক্ত হতে পারতো।

তবে তৃতীয় ম্যাচে ব্যাটিং বিপর্যয়ের পর নির্বিষ বোলিং, ক্যাচ মিসের ষোলো কলা পূর্ণ করে বড় হারের সাক্ষী হলো বাংলাদেশ। ঘরের মাঠে তাই আফগানদের বাংলাওয়াশ করাও হয়নি। সাথে আইসিসির ওয়ানডে র‌্যাংকিংয়ের পাকিস্তানকে টপকে ছয় নাম্বারে ওঠার সুযোগটাও আপাতত বাংলাদেশের হাতছাড়া হয়েছে।

২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে হলে বাংলাদেশের শেষ আটের মধ্যে থাকতে হবে। সুপার লিগের বাকি থাকা তিন সিরিজে অ্যাওয়ে ম্যাচে সাউথ আফ্রিকা আর আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবে টাইগাররা। আর ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে তামিমের দল। সবমিলিয়ে হাতে আছে নয় ম্যাচ, তাই সুপার লিগ পয়েন্ট তালিকার শীর্ষে থাকলেও টাইগারদের শেষ পর্যন্ত শেষ আটে থাকা নিশ্চিত করতে এখনও বেশ খানিকটা পথ যেতে হবে।

বিডি প্রতিদিন/নাজমুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর