শিরোনাম
৮ মার্চ, ২০২২ ১৪:২৭

ক্রিকেটাঙ্গনে তোলপাড়; এক বছরে যেসব ম্যাচ খেলেননি সাকিব

অনলাইন ডেস্ক

ক্রিকেটাঙ্গনে তোলপাড়; এক বছরে যেসব ম্যাচ খেলেননি সাকিব

ফাইল ছবি

সাকিব আল হাসান দক্ষিণ আফ্রিকা সিরিজে ওয়ানডে খেলার জন্য পুরোপুরি ফিট না, রবিবার দেশ ছাড়ায় সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সেকথা জানিয়েছিলেন নিজেই। বলেছিলেন, ‘শারীরিক ও মানসিক দুইদিক থেকেই আসন্ন সিরিজের জন্য তিনি ফিট নন।’

এরপরই দেশজুড়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। দিন না ঘুরতেই সাকিবের দিকে পাল্টা অভিযোগের তীর ছুড়েছেন ‍বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনও।

তবে সাকিবের হঠাৎ সিরিজ থেকে সরে যাওয়ার ঘটনা এটিই প্রথম নয়। ২০২১ সালে টেস্ট, ওয়ানডে আর টি-টোয়েন্টি মিলিয়ে বাংলাদেশ দল ম্যাচ খেলেছে ৪৬টি। যার মধ্যে সাকিব খেলেছেন ৩৩টি। কখনও ইনজুরি কখনও বা ছুটি নিয়ে ১৩টি ম্যাচ খেলেননি এ অলরাউন্ডার।

থাই ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট খেলেননি সাকিব। এপ্রিলে শ্রীলংকার মাঠে দুটি টেস্ট থেকে ছুটি নিয়ে আইপিএল খেলেছিলেন। বিশ্বকাপপরবর্তী চোটের কারণে নভেম্বরে খেলতে পারেননি পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্ট। গত বছর ওয়ানডেতে বাংলাদেশ ১২ ম্যাচ খেললেও তিনটি ম্যাচে অনুপস্থিত ছিলেন তিনি। চোট থেকে পুরোপুরি ফিট না হওয়ায় মার্চে নিউজিল্যান্ড সফর থেকে ছুটি নিয়ে পরিবারকে সময় দিতে যুক্তরাষ্ট্রে ছিলেন।

টি-টোয়েন্টিতে বাংলাদেশ ২০২১ সালে ২৭ ম্যাচ খেললেও সাকিব মিস করেছিলেন ৬টি। যার তিনটি ছিল নিউজিল্যান্ড সফরে; আর বাকি তিনটি দেশের মাঠে পাকিস্তানের বিপক্ষে।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

সর্বশেষ খবর