৯ মার্চ, ২০২২ ১৩:৪৫

বেয়ারস্টোর ব্যাটে ইংল্যান্ডের রক্ষা

অনলাইন ডেস্ক

বেয়ারস্টোর ব্যাটে ইংল্যান্ডের রক্ষা

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে ইংল্যান্ড। ব্যাটিংয়ে নেমে মাত্র ৪৮ রানে হারিয়ে ফেলে গুরুত্বপূর্ণ চার উইকেট। এমন বিপদের মুখে দলের হাল ধরেন জনি বেয়ারেস্টো। চাপ কাটিয়ে উপহার দেন দুর্দান্ত এক সেঞ্চুরি। তাঁর ব্যাটে চড়ে টেস্টের প্রথম দিন স্কোরবোর্ডে ভালো রান জমা করেছে ইংল্যান্ড।

আজ মঙ্গলবার তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬ উইকেটে ২৬৮ রানে থেমেছে ইংল্যান্ড। দিন শেষে উইকেটে ১০৯ রানে অপরাজিত আছেন বেয়ারস্টো। তাঁর সঙ্গে ২৪ রানে অপরাজিত আছেন ক্রিস ওকস।

এদিন টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে ইংল্যান্ড। দলীয় ৪৮ রানে হারিয়ে ফেলে ৪ উইকেট। তখনই ক্রিজে আসেন বেয়ারস্টো। এরপর দিনের বাকিটা সময় মাটি কামড়ে উইকেটে পড়ে থাকেন তিনি। উইকেটের আরেক প্রান্তে সতীর্থদের আশা-যাওয়া থাকলেও নিজে থিতু ছিলেন বেয়ারস্টো।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর