২১ মার্চ, ২০২২ ১৫:৪৬

শামীম পাটোয়ারীর তাণ্ডব, ফর্মে ফেরার আভাস

অনলাইন প্রতিবেদক

শামীম পাটোয়ারীর তাণ্ডব, ফর্মে ফেরার আভাস

শামীম হোসেন

জাতীয় দলে তার ডাক পাওয়া আর বাদ পড়া, দুটোই যেনো নাটকীয়। অনেকটা রাজার বেশে এসে খালি হাতে নীরবে প্রস্থান। ক্রিকেটার শামীম হোসেন ছিলেরন যুব বিশ্বকাপ জয়ী দলে। ঘরোয়া ক্রিকেটেও পাওয়ার হিটার বলে তার নামডাক, তবে বিশ্বকাপ দলে সুযোগ পেয়েও ক্যারিশমাটিক কিছুই করতে পারেননি শামীম। 

ছোটো দলের বিশ্বকাপজয়ী বড় মঞ্চে কেবল নিজেকে হারিয়ে খুঁজলেন। দল থেকে বাদ পড়ার পর মিরপুরে চলেছে শামীমের নিজেকে ফিরে পাওয়ার লড়াই। একাই করে গেছেন সংগ্রাম। তার ফলও হয়তো খানিকটা মিলছে। ঢাকা প্রিমিয়ার লিগের খেলায় ৪৩ ওভারে ৪১ বলে অর্ধ শতক তুলে নিয়েছিলেন শামীম। অনেকে হয়তো তাতেই তুষ্ট ছিলেন, তবে সিটি ক্লাবের বিপক্ষে পরে ২২ বলে আরও দাপুটে চাঁদপুরের ছেলেটা। ৬৩ বলে তুলে নিলেন সেঞ্চুরি। 

বিকেএসপির ৩ নম্বর মাঠ, শামীমের বিস্ফোরক ব্যাটিং; আবাহনী ৫০ ওভারে মাত্র ৫ উইকেটে হারিয়ে পেয়েছে ৩০৯ রানের বড় সংগ্রহ। ৬৬ বলে ১০৮ রানে অপরাজিত ছিলেন শামীম। সাইক্লোন ইনিংস ১৩ চার ও ৪টি ছক্কার সাজিয়েছেন মিস্টার পাটোয়ারী।

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর