২৫ মার্চ, ২০২২ ১৬:৩৩

ওয়ানডেতেও হাজার রানের মাইলফলকে পিংকি

অনলাইন ডেস্ক

ওয়ানডেতেও হাজার রানের মাইলফলকে পিংকি

ফারজানা হক পিংকি

বিশ্বকাপের মঞ্চেই বড় মাইলফলকে বাংলাদেশের নারী ক্রিকেটার, টপ অর্ডার ব্যাটার ফারজানা হক পিংকি। নিজেদের প্রথম ওয়ানডে বিশ্বকাপে অজিদের বিপক্ষে মামুলি টার্গেট ছুড়ে দেওয়া ম্যাচে টাইগ্রেসরা জয় পায়নি।

ব্যাটিং বিপর্যয়ের দিনে পিংকি বেশ লড়াই করে ২২ বলে মাত্র ৮ রান তুলতে পেরেছেন। আর এই রানেই হাজার পেরিয়ে গেছে তার আন্তর্জাতিক ওয়ানডের রানের সংখ্যা। 

ওয়ানডেতে ৪৭ ম্যাচ খেলে তিনি এই কীর্তি গড়েছেন। তার ব্যাটিং গড় ২৪-এর বেশি। স্ট্রাইকরেট ৫০.৫৫। আর টি-টোয়েন্টি ৭২ ম্যাচ খেলে ১০৭২ রান করেছেন এই ব্যাটার। গড় ১৯, স্ট্রাইকরেট ৮১-এর ঘরে।

প্রথম নারী ক্রিকেটার হিসেবে ওয়ানডে আর টি-টোয়েন্টি দুই ফরম্যাটেই হাজার রানের ঘর পেরোনো প্রথম বাংলাদেশি নারী ব্যাটার ফারজানা হক পিংকি।

বিডি প্রতিদিন/নাজমুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর