শিরোনাম
২৮ মার্চ, ২০২২ ১৬:৪৩

ব্যালন ডি অর নিয়ে কেন বিস্ফোরক ইব্রাহিমোভিচ!

অনলাইন ডেস্ক

ব্যালন ডি অর নিয়ে কেন বিস্ফোরক ইব্রাহিমোভিচ!

সংগৃহীত ছবি

বয়সকে চোখ রাঙানি দিয়ে ফুটবল মাঠ মাতিয়ে চলছেন, সুইডিশ তারকা জ্লাতান ইব্রাহিমোভিচ। কেবল খেলার মাঠ নয় মুখেও আক্রমণাত্মক আর খোলামেলা এই ফুবল তারকা। এবার ফুটবলের সেরা ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি অর নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন ইব্রা। বললেন, এই পুরস্কার পুরোটাই পলিটিক্যাল। মনে যা আসে তাই বলেন বলেই তাকে এই পুরস্কারের জন্য বেছে নেওয়া হয় না।

ইব্রাহিমোভিচের দাবি, তাকে বছরের পর বছর ব্যালন ডি'অরের দাবিদার হিসেবে গণ্য করা হয়নি, কারণ একটাই পুরস্কারদাতারা যেমনটা চায়, তা ঠিক ফুটবল নৈপুণ্যের মধ্যে পড়ে না। তারা আসলে চায় কথিত ‘চমৎকার ও ভালো মানুষ।’ 

জার্মান পত্রিকা বিল্ডকে দেওয়া সাক্ষাৎকারে ইব্রা বলেছেন, 'এটা রাজনৈতিক পুরস্কার। তারা মিস্টার পারফেক্ট খোঁজেন।' ক্রিস্টিয়ানো রোনালদো ও মেসি মিলে গেল ১২টি ব্যালন ডি'অর নিজের দখলে রেখেছেন। গত এক দশকে তাদের দুজনের বাইরে শুধু লুকা মদ্রিচ ২০১৮ সালে ব্যালন ডি'অর জিততে পেরেছেন। 


বিডি প্রতিদিন/নাজমুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর