শিরোনাম
৩০ মার্চ, ২০২২ ১০:৩৩

দলের সবাই বিশ্বমানের বোলার হতে চাই: তাসকিন

অনলাইন ডেস্ক

দলের সবাই বিশ্বমানের বোলার হতে চাই: তাসকিন

দারুণ সময় কাটছে বাংলাদেশ ক্রিকেট দলের। বছর শুরু করেছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট জিতে। ঘরের মাঠে ওয়ানডে সিরিজে হারিয়েছে আফগানিস্তানকে। ড্র করেছে টি-২০ সিরিজে। প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার মাটিতে দেশটির বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে আত্মবিশ্বাসের চূড়ায় এখন বাংলাদেশ। প্রোটিয়াদের ওয়ানডে সিরিজ হারানোর আত্মবিশ্বাস নিয়ে আগামীকাল ডারবানের কিংসমিডে প্রথম টেস্ট খেলতে নামবে মুমিনুল বাহিনী। 

নিউজিল্যান্ডের পর দক্ষিণ আফ্রিকায়ও সফলতা এসেছে পেসারদের হাত ধরে। পেসাররাও এমন পারফরম্যান্সের চর্চাটা ধরে রাখতে চান। দক্ষিণ আফ্রিকায় দুই ম্যাচ টেস্ট সিরিজ শুরুর আগে মঙ্গলবার তাসকিন আহমেদ এক ভিডিও বার্তায় জানান, দলের সব পেসার বিশ্বমানের বোলার হতে চায়। 

তাসকিন বলেন, ‘গত ২ বছর ধরে আমরা ফাস্ট বোলার প্রত্যেকে কষ্ট করছি এবং আমাদের উন্নতি হচ্ছে। আরও উন্নতি করতে হবে। আমরা চাই দলের সবাই যেন বিশ্বমানের বোলার হতে পারি। সেই সামর্থ্যও আমাদের আছে। আমরা ইউনিট হিসেবে কাজ করছি। কোচরাও অনেক সাহায্য করছেন। আল্লাহ যদি আমাদের সুস্থ রাখেন, ধারাবাহিকভাবে এগোতে পারি, তাহলে অবশ্যই ভালো কিছু করব বলে আশা করছি।’

সঙ্গে যোগ করেন তাসকিন, ‘বড় বোলার হতে হলে কোন পিচে কীভাবে বোলিং করতে হয় সেটা আমাকে জানতে হবে। আগের থেকে একটু শিখেছি, তবে আরও অনেক কিছু জানতে হবে, শিখতে হবে। আরও অনেক স্কিলফুল হতে হবে। পিচ বা কন্ডিশন কখনোই আমাদের নিয়ন্ত্রণে নেই। তাই এটা নিয়ে অজুহাত দিলে হবে না। যেকোনো কন্ডিশনে মানিয়ে নিয়ে ভালো করার সামর্থ্য থাকতে হবে। সেটার চেষ্টাই করছি।’


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর