৩১ মার্চ, ২০২২ ১৩:৩৩

ডারবান টেস্ট: টস জিতে ফিল্ডিংয়ে টাইগাররা

অনলাইন ডেস্ক

ডারবান টেস্ট: টস জিতে ফিল্ডিংয়ে  টাইগাররা

সংগৃহীত ছবি

সাউথ আফ্রিকার বিপক্ষে টস জিতে ডারবানে সিরিজের প্রথম টেস্টে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে টাইগাররা।

সাউথ আফ্রিকার মাটিতে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয় করেছে তামিম ইকবালের দল। মুমিনুল হকের সামনে তাই সাহস আর চ্যালেঞ্জ দুটোই আছে।

নিয়মিত ছয় টেস্ট ক্রিকেটার আইপিএলে, সাউথ আফ্রিকার তাই পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামা হচ্ছে না। অন্যদিকে নিউজিল্যান্ডের মাউন্ট মঙ্গানুই টেস্ট জেতা বাংলাদেশের আছে লড়াকু মানসিকতায়, সাথে আছে এবাদতদের সেই সাহসী লড়াইয়ের অনুপ্রেরণা।

ডারবানের সবুজ উইকেটে লড়াইয়ের ভালো উপকরণই পাবেন বাংলাদেশের পেসার ও ব্যাটাররা। পেসবান্ধব উইকেটের আশা করা হলেও গতি নিয়ে আছে সংশয়। সুষম বাউন্স থাকায় রান পাবেন ব্যাটাররা। 

তামিম ইকবালকেও শেষ পর্যন্ত রাখা হয়নি টেস্ট একাদশে। যদিও শোনা যাচ্ছিলো ১১ মাস পর আজই টেস্টে ফিরতে পারেন তামিম ইকবাল। 

২০২০ সালের ফেব্রুয়ারির পর থেকে কিংসমিডে আর খেলেনি সাউথ আফ্রিকা। এ মাঠে তাঁরা সর্বশেষ টেস্ট খেলেছে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে। কিংসমিডে গত ১৩ বছরের মধ্যে ৯ টেস্ট খেলে মাত্র এক ম্যাচ জিতেছে সাউথ আফ্রিকা।

আর সেই পরিসংখ্যান ও বড় ক্রিকেট তারকাদের না থাকার হিসেব বাংলাদেশকেই ম্যাচে এগিয়ে রাখছে। সাথে বাড়তি পাওনা হিসেবে মুমিনুলের দলে আছে বেশ কয়েকজন সাউথ আফ্রিকান কোচিং স্টাফ। যারা ডারবানের কন্ডিশনটা ভালো করেই জানেন। এবার মাঠের খেলা দেখার অপেক্ষা....

বিডি প্রতিদিন/নাজমুল 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর