১ এপ্রিল, ২০২২ ২১:৪০
ডারবান টেস্ট

ব্যাটিং বিপর্যয়, মুমিনুল কী তাসকিনকে ঢাল বানালেন?

অনলাইন প্রতিবেদক

ব্যাটিং বিপর্যয়, মুমিনুল কী তাসকিনকে ঢাল বানালেন?

সংগৃহীত ছবি

নিজেদের প্রথম ইনিংসে ৩৬৭ রানে গুটিয়ে গেছে সাউথ আফ্রিকা। সেই হিসেবটা আশার আলো দেখাচ্ছিল। খালেদ আহেমেদের ৪ উইকেট, মেহেদী মিরাজের ঘূর্ণিতে ৩ উইকেট, আর এবাদতের দুই।

তবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে বিপাকে পড়েছে বাংলাদেশ। দিনের শেষ সেশনেই মুমিনুল হকের দলের নাকানি চুবানি খাওয়ার দশা। ডারবানে পতনের শুরু করেছিলেন, সাদমান ইসলাম। সিমন হার্মারের বলে মাত্র ৯ রানে সাজ ঘরে ফেরেন এই ওপেনার। তবে ১৪১ বল খেলে বাইশ গজ আঁকড়ে ছিলেন মাহমুদুল হাসান জয়। যুব বিশ্বকাপ জয়ী দলের এই সদস্য অপরাজিত আছেন ৪৪ রানে।


৮৭ বলে ৩৮ রান করা নাজমুল হোসেন শান্ত তিন নম্বরে নেমে লড়াকু ব্যাটিং করেছেন। তবে শান্ত ফেরার পর ক্রিজে নেমেই ডাক মেরেছেন কাপ্তান মুমিনুল হক। অভিজ্ঞ মুশফিকও ফিরেছেন মাত্র ৭ রানে।

এরপর ব্যাটিং বিপর্যয় ঠেকাতে তাসকিন আহমেদকেই ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ! তৃতীয় দিনের ভরসা হিসেবে থাকলেন লিটন দাস, মেহেদী মিরাজ আর ইয়াসির আলি রাব্বি। যদিও লিটন, মিরাজ আর রাব্বিকে রেখে কেন মুমিনুল তাসকিনকে কেনো ব্যাটিংয়ে পাঠালেন তার ব্যাখ্যা এখনও পাওয়া যায়নি।


বিডি প্রতিদিন/নাজমুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর