৩ এপ্রিল, ২০২২ ১৪:৩২

স্বাগতিকদের দ্রুত অলআউটের লক্ষ্যে মাঠে টাইগাররা

অনলাইন ডেস্ক

স্বাগতিকদের দ্রুত অলআউটের লক্ষ্যে মাঠে টাইগাররা

ডারবান টেস্টের চতুর্থ দিন রবিবার মাঠে নেমেছে দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশ। বৃষ্টি আর আলোক স্বল্পতার কারণে তৃতীয় দিনের খেলা আগেই শেষ হয়। দ্বিতীয় ইনিংসে কোনো উইকেট না হারিয়ে ৭৫ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন শুরু করেছে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের লক্ষ্য স্বাগতিকদের কম রানে আটকে দিয়ে লিডটা কম রাখা। ক্রিজে আছেন সারেল আরউই ও ডিন এলগার। 

বাংলাদেশ ব্যাটিং কোচ জেমি সিডন্স বলেছেন, এই মাঠে দ্বিতীয় ইনিংসে আড়াইশ লক্ষ্য অনেক কঠিন। তাই তার আগেই দক্ষিণ আফ্রিকাকে থামাতে হবে। 

সিডন্স বলেন, '২৫০ রান তাড়া করাও অনেক কঠিন হবে। ইতোমধ্যে টার্ন করা শুরু করেছে। শান্ত আমাদের সেরা স্পিনারদের কেউ নয়, সেও আজ স্পিন করছিল। গতকাল ও আজ স্পিনাররা ভালো করেছে। আমরা তাড়া করতে নামলে মহারাজকে মোকাবেলা করা খুব কঠিন হবে। ফাস্ট বোলারদের বল আজ থেকে নিচু হয়ে আসছিল। আমরা ৬৯ রান পিছিয়ে না থাকলে এখন জয়ের কথা ভাবতে পারতাম।'

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর