৪ এপ্রিল, ২০২২ ১৪:৫৯

ডারবান টেস্ট : মহারাজ তাণ্ডবে ২২০ রানে হারলো বাংলাদেশ

অনলাইন ডেস্ক

ডারবান টেস্ট : মহারাজ তাণ্ডবে ২২০ রানে হারলো বাংলাদেশ

সংগৃহীত ছবি

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ২২০ হেরেছে বাংলাদেশ। ২৭৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫৩ রানে অলআউট হয়ে যায় টাইগাররা।

সোমবার ডারবানের কিংসমেডে পঞ্চম দিনের খেলায় ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ১১ রানে ৩ উইকেট হারিয়ে চতুর্থ দিন শেষ করেছিল টাইগাররা। আজ পঞ্চম দিনে প্রোটিয়া বোলারদের সামনেই দাঁড়াতেই পারেনি টাইগার ব্যাটাররা। মাত্র দলীয় ৫৩ রানেই অলআউট হয়ে যায় মুমিনুল হকের বাংলাদেশ।

ডারবানে নিজেদের প্রথম  ইনিংসে ৩৬৭ রানেই গুটিয়ে গিয়েছিল প্রোটিয়ারা। খালেদ আহমেদের গতি আর মেহেদী মিরাজের ঘূর্ণিতে অল্পতেই প্রোটিয়াদের বাঁধতে সক্ষম হয়েছিল মুমিনুলের দল। খালেদ  একাই পেয়েছিলেন ৪ উইকেট আর মিরাজ ৩। ভালো করার সম্ভাবনা থাকলেও ব্যাটিং বিপর্যয়ে ফলোঅনে পড়ার শঙ্কা তৈরি হয়েছিল। টাইগারদের হাল ধরে নিজেদের প্রথম ইনিংসে একাই লড়াই করে গেছেন ওপেনার মাহমুদুল হাসান জয়। জয়ের ১৩৭, নাজমুল শান্তর ৩৮ আর লিটন দাসের ৪১ রানে ২৯৮ রানে থামে টাইগারদের প্রথম ইনিংস।

নিজেদের দ্বিতীয়  ইনিংসে ব্যাট করতে নেমে এবাদত হোসেন আর মিরাজে বোলিং তোপে ২০৪ রানে গুটিয়ে যায় প্রোটিয়ারা। এবাদত-মিরাজ দুজনে তিন তিন করে নিয়েছেন ৬ উইকেট। তবে ২৭৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে টাইগারদের মুখরক্ষা হয়নি। কেশব মহারাজ আর হারমার তাণ্ডবে মাত্র ৫৩ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। মহারাজ একাই নিয়েছেন ৭ উইকেট।

বিডি প্রতিদিন/ফারজানা

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর