৪ এপ্রিল, ২০২২ ১৬:৪০

ডারবান টেস্ট হেরে যা বললেন মুমিনুল

অনলাইন ডেস্ক

ডারবান টেস্ট হেরে যা বললেন মুমিনুল

মুমিনুল হক

ডারবান টেস্টে ২২০ রানের বড় হার অনেকটা অপ্রত্যাশিতই ছিল। তাসের ঘরের মতো কেন ব্যাটিং লাইন ভেঙে পড়ল সেই প্রশ্নের উত্তরটাও খুঁজছেন অনেকে। এই হারের জন্য ব্যাটিং বিপর্যয়কেই দুষছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক।

তিনি বলেন, ‘বলের মেধাগুণ বিচার করে খেলতে চেষ্টা করছি। আমরা শেষ সেশন পর্যন্ত ব্যাট করতে চেয়েছিলাম। দুর্ভাগ্যবশত গতকাল আমরা ৩ উইকেট হারিয়ে ফেলি, যা খুব গুরুত্বপূর্ণ ছিল।’

মুমিনুল আরও বলেছেন, ‘আমরা স্পিনের বিপক্ষে খেলে অভ্যস্ত। আমরা এটিও জানতাম যে ডারবানে তৃতীয়-চতুর্থ দিনের পর স্পিন ধরে। আমরা ব্যাট হাতে নিজেদের সামর্থ্য দেখাতে পারিনি। আমরা অনেক লুজ শট খেলেছি। প্রথম ইনিংসে ভালোই ছিল।’

ব্যাটারদের দুষলেও বোলারদের প্রশংসা করেছেন টাইগার ক্যাপ্টেন, ‘দুই ইনিংসেই বোলাররা ভালো বোলিং করেছি। গত কয়েক ম্যাচ ধরেই আমাদের পেস ডিপার্টমেন্ট দারুণ করছে। নিউজিল্যান্ডেও তারা অসাধারণ ছিল, এখানেও, ওয়ানডে সিরিজেও। আমরা দ্বিতীয় ইনিংসে ৫০-৬০ রান বেশি দিয়ে ফেলেছি। আমাদের হাতে আরেকটি ম্যাচ আছে। আমাদের এখান থেকে শক্তভাবে ঘুরে দাঁড়াতে হবে।’


বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর