৪ এপ্রিল, ২০২২ ১৯:৩৭

স্পিনারদের উইকেট দেওয়া কেন অপরাধ, ব্যাখ্যা করলেন মুমিনুল

অনলাইন ডেস্ক

স্পিনারদের উইকেট দেওয়া কেন অপরাধ, ব্যাখ্যা করলেন মুমিনুল

সংগৃহীত ছবি

গতির চেয়ে ঘূর্ণিটা বাংলাদেশ ভালো খেলে, মানে পেসের চেয়ে স্পিন বল টাইগাররা ভালো মোকাবেলা করতে পারে; এমন বাণী যেন ডারবানে সাউথ আফ্রিকার বিপক্ষে ভুল প্রমাণ করেছে বাংলাদেশের ব্যাটার। ডারবান টেস্টের দ্বিতীয় ইনিংসে কেশব মহারাজের স্পিন বিষে রীতিমতো নীল হয়েছে মুমিনুলের দল। মহারাজ আর সাইমন হারমার মিলেই নিয়েছেন সব উইকেট। সব মিলিয়ে দুই ইনিংসে বাংলাদেশের ১৪ উইকেট নিয়েছেন মহারাজ-হারমার জুটি।

মুমিনুলও এমন কাণ্ডকে ছোট করে দেখতে রাজি নন। তিনি বলেন, ‘আমার কাছে মনে হয়, বিদেশের মাটিতে এসে স্পিনারদের উইকেট দেওয়াটা অনেক বড় “ক্রাইম”। আমার কাছে মনে হয়, বিদেশে এসে স্পিনারদের উইকেট দিতে পারবেন না। ব্যাটসম্যান হিসেবে উইকেট দিতে পারবেন না স্পিনারদের, কারণ তাদের বিপক্ষে রান করার সুযোগ বেশি থাকে। আমার মনে হয় ব্যাটিং ব্যর্থতা এটি।’

ব্যাটারদের এমন ব্যর্থতাও সোজপাস্টাভাবে মেনে নিয়েছেন টাইগার টেস্ট কাপ্তান। তিনি বলেন, ‘উইকেট দেখে একটু বিস্মিত হয়েছি। তবে খুব বেশি বল ঘোরেওনি। আমরা বেশির ভাগ আউট হয়েছি সোজা বলেই, টার্ন করা বলে না। সত্যি বলতে দ্বিতীয় ইনিংসে অনেক বাজে ব্যাটিং করেছি আমরা, এর কোনও অজুহাত নেই।’


বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর