৬ এপ্রিল, ২০২২ ১৪:১৭

‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টে দল পেলেন যারা

অনলাইন ডেস্ক

‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টে দল পেলেন যারা

আইপিএল নিলামে সাকিব আল হাসান দল না পাওয়ায় আলোচনা কম হয়নি। এবার সময়ের সেরা এই অলরাউন্ডার অবিক্রীত রয়ে গেলেন ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’-এও।

গত সোমবার এই টুর্নামেন্টের ড্রাফট আয়োজিত হয়। পরদিন মঙ্গলবার প্রকাশিত হয় দল পাওয়া খেলোয়ারদের তালিকা। এই তালিকায় নাম ছিল না সাকিবের। 

টুর্নামেন্টটির দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিক ১ লাখ পাউন্ড মূল্যের ক্যাটাগরিতে ছিলেন তিনি। দেশসেরা এই অলরাউন্ডারের এমন নিয়তি অবশ্য নতুন নয়। সাকিব দ্য হান্ড্রেডের এর আগের দুই ড্রাফটেও দল পাননি। করোনাভাইরাসের কারণে অবশ্য প্রথমবার ড্রাফট হওয়ার পরও মাঠে গড়ায়নি এই টুর্নামেন্টটি।

সাকিব অবশ্য একা নন। বাংলাদেশ থেকে আরও আট ক্রিকেটার নাম দিয়েছিলেন দ্য হান্ড্রেডের ড্রাফটে। দল পাননি কেউই। সেই আট ক্রিকেটার হলেন- তামিম ইকবাল, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, লিটন কুমার দাস, আবু হায়দার রনি, আফিফ হোসেন, সাব্বির রহমান ও সৌম্য সরকার।


দল পাওয়া ক্রিকেটারদের তালিকা-

বার্মিংহাম ফিনিক্স : ক্রিস ওকস, লিয়াম লিভিংস্টোন, মঈন আলি, অ্যাডাম মিলনে (অস্ট্রেলিয়া), বেনি হাওয়েল, টম অ্যাবেল, উইল স্মিড, ক্রিস বেঞ্জামিন, মাইলস হ্যামন্ড, হেনরি ব্রুকস।

লন্ডন স্পিরিট : জ্যাক ক্রোলি, মার্ক উড, গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া), এউইন মরগ্যান, ম্যাসন ক্রেন, ড্যান লরেন্স, অ্যাডাম রসিংটন, রবি বোপারা, ব্ল্যাক কুলেন, ব্র্যাড হুইল।

ম্যানচেস্টার অরিজিনালস : জস বাটলার, অলি রবিনসন, ফিল সল্ট, ম্যাট পারকিনসন, জেমি ওভারটন, টম হার্টলি, টম ল্যামনবি, কলিন অ্যাকারম্যান, ওয়েন ম্যাডসেন, ফ্রেড ক্লাসেন, ক্যালভিন হ্যারিসন।

নর্দান সুপারচার্জার : বেন স্টোকস, আদিল রশিদ, ডেভিড উইলি, ফাফ ডু প্লেসিস (দক্ষিণ আফ্রিকা), হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, ম্যাথিউ পটস, জন সিম্পসন, অ্যাডাম লিথ, ক্যালাম পার্কিনসন।

ওভাল ইনভিনসিবলস : স্যাম কারান, ররি বার্নস, জেসন রয়, স্যাম বিলিংস, টম কুরান, উইল জ্যাকস, সাকিব মাহমুদ, রিস টপলে, জর্ডান কক্স, নাথান সোটার।

সাউদার্ন ব্রেভ : জোফরা আর্চার, মার্কাস স্টয়নিস (অস্ট্রেলিয়া), জেমস ভিন্স, টায়মাল মিলস, ক্রিস জর্ডান, জর্জ গার্টন, অ্যালেক্স ডেভিস, জ্যাক লিন্টট, টিম ডেভিড (অস্ট্রেলিয়া), রস হোয়াইটলি, ক্রেইগ ওভারটন।

ট্রেন্ট রকেটস : জো রুট, ডেভিড মালান, রশিদ খান (আফগানিস্তান), অ্যালেক্স হেলস, লুইস গ্রেগরি, মার্চেন্ট ডি ল্যাঞ্জ (দক্ষিণ আফ্রিকা), লুক উড, সামিত প্যাটেল, ম্যাট কার্টার, স্টিভেন মুলানি, স্যাম কুক, টম মুরস।

ওয়েলস ফায়ার : জনি বেইরস্টো, অলি পপ, বেন ডকেট, জেক বল, ডেভিড পেইন, লিউস ডু প্লোয়, ম্যাট ক্রিচলি, রায়ান হিগিন্স, জোশ কোব।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর