৯ এপ্রিল, ২০২২ ০৮:৪৩

সামান্য রান বেশি হয়ে গেছে: তাইজুল

অনলাইন ডেস্ক

সামান্য রান বেশি হয়ে গেছে: তাইজুল

পৌনে চার দিন পর্যন্ত বাংলাদেশ সমান তালে লড়াই করেছে ডারবান টেস্টে। চতুর্থ দিনের শেষ ঘণ্টা ও পঞ্চম দিনের প্রথম ঘণ্টায় সবকিছু তালগোল পেকে যায়। মুমিনুল বাহিনীর সব দৃঢ়তাকে তাসের ঘরের মতো ভেঙেচুরে দেন কেশব মহারাজ ও সাইমন হার্মার। দুই প্রোটিয়াস স্পিনারের ঘূর্ণিতে বেসামাল হয়ে টেস্ট হেরে যায় টাইগাররা। সেই ধাক্কা সামলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট জয়ের স্বপ্ন পূরণে গতকাল পোর্ট এলিজাবেথের সেন্ট জর্জেস পার্কে একাদশে দুটি পবিরর্তন নিয়ে খেলতে নামে মুমিনুল বাহিনী। একাদশে ফেরেন বাঁ-হাতি ওপেনার তামিম ইকবাল এবং বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম। 

পেটের পীড়ায় প্রথম টেস্ট খেলেননি টাইগার ওয়ানডে অধিনায়ক তামিম। ডারবানের অতিরিক্ত বাউন্সের জন্য সুযোগ হয়নি তাইজুলের। পোর্ট এলিজাবেথে তামিম ফিরেছেন অটো চয়েজে। বাঁ-হাতি ওপেনার সাদমান ইসলামের ছন্দহীন ব্যাটিং ওয়ানডে অধিনায়কের একাদশে ফেরাটা সহজ করেছে। তাসকিনের কাঁধের ইনজুরি ফিরিয়েছে তাইজুলকে। 

সিরিজের শেষ টেস্ট। পোর্ট এলিজাবেথে প্রথম খেলছে বাংলাদেশ। টস হেরে ফিল্ডিং করেছে। লাঞ্চ বিরতির পর বৃষ্টিতে মিনিট পনেরো বন্ধ ছিল খেলা। গতকাল প্রথম দিন চা বিরতি পর্যন্ত ম্যাচে চালকের আসনেই বসেছিল স্বাগতিক দল। শেষ দিকে হঠাৎ করেই দুই উইকেট তুলে নিয়ে ম্যাচে ফিরেছে বাংলাদেশ। দিন শেষ করে প্রোটিয়ারা তিন হাফসেঞ্চুরিতে ৫ উইকেটে ২৭৮ রান তুলে। অধিনায়ক এলগার ৮৯ বলে ১০ চারে ৭০, কিগান পিটারসেন ১২৪ বলে ৯ চারে ৬৪ এবং টেম্বা বাভুমা ১৬৭ বলে ৯ চারে ৬৭ রান করেছেন। সফরে প্রথমবার খেলতে নামা তাইজুল ৭৭ রানে ৩টি ও খালেদ ৫৯ রানে ২ উইকেট নেন।

তবে তাইজুল মনে করেন, রান একটু বেশি হয়ে গেছে। স্বাগতিকদের আরেকটু চাপে রাখতে পারলে আরো ২-৩ উইকেট পেতে পারত বাংলাদেশ। 

ম্যাচ শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে তাইজুল বলেছেন, ‘আমরা যদি আরও একটু কমে (রান) তাদেরকে রাখতে পারতাম…হয়তো বা তাদের আরও একটু চাপটা বেশি হতো। চাপটা যদি বেশি হতো তাহলে হয়তোবা দুই-একটা উইকেট পড়ার সুযোগ ছিল। আমার মনে হয় একটু বেশি রান হয়ে গেছে। সামান্য একটু।’ 

তবে উইকেট ব্যাটসম্যানদের জন্য সহায়ক বলে দাবি করলেন বাঁহাতি স্পিনার। ‘উইকেটটা আসলে এই কন্ডিশনে, প্রথম এক ঘণ্টায় হেল্প ছিল। কিন্তু আস্তে আস্তে উইকেটটা ফ্লাট হয়ে যায়। আমি চেষ্টা করছি। আসলে এই উইকেটে বেশি জোরাজুরি করার কিছু নেই। দেখা যাচ্ছে একটু স্টাম্পের বাইরে বা উপরে হলে রান হয়ে যায়। তাই লাইন ধরে রাখা গুরুত্বপূর্ণ ছিল। আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি।’ 

নতুন বলে প্রথম ১০ ওভারে ৪৬ রান তুলে নেয় প্রোটিয়ারা। প্রথম সেশনে ২৮ ওভারে রান ছিল ১০৭। সময় যত গড়িয়েছেন স্বাগতিক ব্যাটসম্যানরা হাত খুলে খেলেছে। উইকেটের চারপাশে ছিল বাউন্ডারির ফুলঝুরি। সব মিলিয়ে ৩৩ চার ও ১ ছক্কা এসেছে প্রথম দিন। 

পরবর্তী দিনগুলোতে বোলারদের ওয়ার্কলোড আরও বাড়ানোর কথা জানিয়ে তাইজুল বলেছেন, ‘সবারই একটু চাপ নিয়ে শারীরিকভাবে বেশি পরিশ্রম করে কাজের ধারাবাহিকতা রাখতে হবে। এই উইকেটে একটু চ্যালেঞ্জ নিতেই হবে।’

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর