১১ এপ্রিল, ২০২২ ১৯:৪৬

মুমিনুলের যে কথায় সাংবাদিকরাও হতবাক, সংবাদ সম্মেলনে নীরবতা!

অনলাইন ডেস্ক

মুমিনুলের যে কথায় সাংবাদিকরাও হতবাক, সংবাদ সম্মেলনে নীরবতা!

মুমিনুল হক

বাংলাদেশ স্পিন ভালো খেলে, ঘূর্ণির বাঁকটা টাইগাররা অন্য অনেক দলের চেয়ে ভালো সামলাতে পারে। বিশেষ করে উপমহাদেশের বাইরের দলগুলোর চেয়ে বাংলাদেশ স্পিনে ভালো। এমন ফর্মূলা মেনেই বছরের পর মিরপুরে ধীর গতির স্পিন সহায়ক উইকেট বানাচ্ছে বিসিবি। তবে সাউথ আফ্রিকার কাছে সিরিজ হেরে মুমিনুল যা শোনালেন, তাতে অনেকের মতো মুমিনুলের অনলাইন সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকরাও স্তব্ধ হয়ে গেছেন।  

মুমিনুল বলেন, ‘এটা আগে থেকে সবাই জানে। আমরা স্পিনে খুব বেশি ভালো খেলি না। এটা শুনতে হয়তো খারাপ লাগতে পারে। কিন্তু দুই-একজন ছাড়া আমরা খুব ভালো স্পিন খেলি না।’

মুমিনুলের এমন কথায় অনলাইন সংবাদ সম্মেলনে নীরবতা নামলেও তার কথার অবশ্য প্রমাণও আছে, ডারবান কিংবা পোর্ট এলিজাবেথে তাকালে মনে হবে মুমিনুল মোটেও ভুল বলেননি। প্রোটিয়াদের ঘূর্ণিতেই কুপোকাত হয়েছে বাংলাদেশের। সাইমন হারমার ও কেশব মহারাজ জুটি প্রথম টেস্টে টাইগারদের ১৪ উইকেট শিকার করেছিল। পোর্ট এলিজাবেথেও তারা নিয়েছেন ১৫ উইকেট। দুই টেস্টেরই চতুর্থ ইনিংসে বাংলাদেশের সব কটি উইকেট নিয়েছেন এই প্রোটিয়া স্পিন-জুটি।

বাংলাদেশ স্পিনে দুর্বল এমন বাস্তবতা তবুও যেন মানতে চাইছিল না মুমিনুলের সংবাদ সম্মেলন ও তাতে অংশ নেওয়া সাংবাদিকরা। তারপরও নীরবতা ভেঙে মুমিনুল জোর দিয়েই বাস্তবতা বোঝাতে চাইলেন, বললেন ‘ভালো খেলে হয়তো। কিন্তু কোন দিক দিয়ে খেলতে হবে, সেটা হয়তো আমরা বুঝি না। এসব জায়গায় আমাদের অনেক উন্নতি করতে হবে।’

বিডি প্রতিদিন/নাজমুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর