১২ এপ্রিল, ২০২২ ০৮:২৫

মুশফিকের ‘রিভার্স সুইপ’ নিয়ে তোলপাড়; মুখ খুললেন মুমিনুল

অনলাইন ডেস্ক

মুশফিকের ‘রিভার্স সুইপ’ নিয়ে তোলপাড়; মুখ খুললেন মুমিনুল

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে বেশ কিছুক্ষণ থিতু হয়ে অর্ধশতক তুলে নেয়ার কিছুক্ষণ পরেই রিভার্স সুইপ করতে গিয়ে উইকেট হারান তিনি। গুরুত্বপূর্ণ সময়ে তার এমন বাজে শটের কারণে ব্যাপক সমালোচিত হচ্ছেন এই ব্যাটার। তবে সমালোচনা না করে উল্টো যারা সমালোচনা করছেন তাদেরকে বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করার অনুরোধ জানান মুমিনুল হক।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সোমবার (১১ এপ্রিল) মুমিনুল বলেন, 'আপনারা আসলে এটা নিয়ে বেশি কথা…আসলে বলতেই পারেন। আমার কাছে মনে হয় উনার…আসলে রিভার্স সুইপ কিন্তু ক্রিকেটের একটা শট। তাই না? ক্রিকেটের বাইরে কোনো শট না। অবশ্যই এটা একটা শট।'

বাংলাদেশ অধিনায়ক আরও বলেন, 'এই শট তো খেলতেই পারেন উনি। উনার পরিকল্পনায় যদি এই শট থাকে তাহলে তো খেলবেনই। আর এমন না যে, এই শট খেলে উনি রান করেননি বা খুব অসফল। আমার মনে হয় উনাকে সাপোর্ট করা উচিত। আমি উনাকে সাপোর্টও করি। এটাই আর কি। দেখেন আমি তো এর আগেও বলেছি এই শটে কিন্তু সফলতা পেয়েছেন। আপনিও দেখেছেন। আমি দেখেছি। …একটা সময় কিন্তু আমাকে নিয়েও (শট নিয়ে সমালোচনা) ছিল, অনেকের সময়ই ছিল।'

এরপর সাংবাদিকদের উদ্দেশ্যে মুমিনুল বলেন, 'আমি আপনাদের অনুরোধ করতে পারি, আপনারা যদি জিনিসটা নিয়ে এভাবে হয়ে যান…আপনারা অনুরোধ রাখলে বাংলাদেশ দলের জন্য ভালো। সিরিয়াসলি। আপনারা যদি জিনিসটা নিয়ে অনেক বেশি গবেষণা করেন, জিনিসটা নিয়ে যদি উনাকে বলতে থাকেন, উনার নিজের জন্য খারাপ। আমাদের দলের জন্য খারাপ। বাংলাদেশ দলের জন্যও খারাপ, ইভেন আপনার দেশের জন্য খারাপ। উনি যদি শটটা খেলেন এবং সফলতা পান তাহলে তো হলোই।'

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর