২৬ এপ্রিল, ২০২২ ১২:৪৮

লঙ্কানদের বিপক্ষে প্রথম টেস্টে অনিশ্চিত মিরাজ

অনলাইন ডেস্ক

লঙ্কানদের বিপক্ষে প্রথম টেস্টে অনিশ্চিত মিরাজ

ফাইল ছবি

বাংলাদেশ টেস্ট দলের নিয়মিত এবং নির্ভরযোগ্য মুখ মেহেদী হাসান মিরাজ জায়গা করে নিয়েছেন শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজেও। তবে আঙুলে চোট পাওয়ায় প্রথম টেস্টে অনিশ্চিত হয়ে পড়েছেন তিনি।

ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে রবিবার তামিম ইকবালের ক্যাচ ধরতে গিয়ে ডানহাতের আঙুলে আঘাত পান মিরাজ। পরবর্তীতে এক্স-রেতে দেখা গেছে একটি আঙুলের হাড় নড়ে গেছে, চিড়ও দেখা গেছে। ফলে দুই সপ্তাহের বিশ্রাম দেওয়া হয়েছে তাকে। এরপর অবস্থা বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে এই অলরাউন্ডারকে নিয়ে। এমনটাই জানালেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী।

গণমাধ্যমে বিসিবির প্রধান চিকিৎসক বলেছেন, ‘মিরাজের ডানহাতের আঙুলের হাড় নড়ে গেছে, চিড়ও ধরেছে। নড়ে যাওয়া হাড় আমরা ঠিক জায়গায় বসিয়ে দিয়েছি। চিড়টাকে মেডিকেলের ভাষায় বলে অ্যাভালশ ফ্র্যাকচার, লিগামেন্টের সংযুক্ত কিছু হাড় উঠে এসেছে। আপাতত আমরা ওকে দুই সপ্তাহের বিশ্রাম দিয়েছি। এই সময়টায় চাইলে শুধু পায়ের এক্সারসাইজ করতে পারবে। দুই সপ্তাহ পর আঙুলের অবস্থা পর্যবেক্ষণ করে দেখব আমরা।’

প্রথম টেস্টে মিরাজকে পাওয়া যাবে কি না, এমন প্রশ্নের উত্তরে নিশ্চিত বা অনিশ্চিত কিছুই বলতে রাজি হননি দেবাশিস চৌধুরি। তিনি আরও যোগ করেন, ‘প্রথম টেস্ট খেলতে পারবে নাকি পারবে না, এসব তো মেডিকেলের ভাষায় আমরা বলতে পারি না। সময় হলেই দেখা যাবে। দুই সপ্তাহ পরই কেবল বলতে পারব আমরা।’


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর