২৯ এপ্রিল, ২০২২ ২১:৫৪

তিন বছর পর টেস্ট দলে মোসাদ্দেক

অনলাইন ডেস্ক

তিন বছর পর টেস্ট দলে মোসাদ্দেক

মোসাদ্দেক হোসেন।

মেহেদী হাসান মিরাজের চোট বিসিবিকে করেছে আরও সতর্ক। তাই এবার শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে দলে ডাকা হয়েছে মোসাদ্দেক হোসেনকে। তিন বছর পর এই অলরাউন্ডারকে টেস্ট দলে ডাকা হয়েছে। 

এর আগে মিরাজের বদলি হিসেবে অফ স্পিনার নাঈম হাসানকে দলে ডাকা হয়েছিল। 

তবে এই দুইজনের মধ্যে কে মিরাজের জায়গায় খেলছেন, সেই সিদ্ধান্ত নেওয়া হবে প্রস্তুতি ক্যাম্পের ওপর নির্ভর করে। মোসাদ্দেককে দলে নেওয়ার কারণ হিসেবে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন অলরাউন্ডারে বিকল্প অলরাউন্ডার এমন কথাই বলেছেন। সাথে ক্যাম্পে ভালো করার ওপরই নির্ভর করছে মূল একাদশে জায়গা পাওয়া, সেই শর্তও জুড়েছেন নান্নু। 

২৬ বছর বয়সী মোসাদ্দেক সবশেষ টেস্ট খেলেছেন ২০১৯ সালের সেপ্টেম্বরে। এবারের ঢাকা প্রিমিয়ার লিগে অবশ্য ব্যাটে–বলে ধারাবাহিক ছিলেন আবাহনীর অধিনায়ক। ১৫ ইনিংসে ৪৭ গড়ে ৬৫৮ রান করেছেন। ১৪ ইনিংসে বোলিংয়ে নিয়েছেন ১৬ উইকেট।


বিডি প্রতিদিন/নাজমুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর