৯ মে, ২০২২ ০৯:৩৯

ক্রিকেটারদের টানা ১০ দিন খেলার মানসিকতা নেই; মত কোচদের

অনলাইন ডেস্ক

ক্রিকেটারদের টানা ১০ দিন খেলার মানসিকতা নেই; মত কোচদের

বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রস্তুতি নেওয়া শুরু করেছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের। টেস্ট চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে গতকাল বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বসেছিলেন টাইগার অধিনায়ক মুমিনুল হক ও কোচিং স্টাফদের সঙ্গে। বৈঠকে ক্রিকেটারদের নিয়ে কথা বলেন তারা। 

জানা গেছে, টেস্ট ক্রিকেটারদের টানা ১০ দিন খেলার মানসিকতা নেই বলে মনে করেন কোচিং স্টাফরা। পাপনের সঙ্গে বৈঠকে এমন মতামত দেন রাসেল ডমিঙ্গো ও জেমি সিডন্সরা।

শ্রীলঙ্কার বিপক্ষে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতাধীন দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে ১৫ মে থেকে। রবিবার (৮ মে) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে কোচিং স্টাফদের সঙ্গে বৈঠকে বসেন বিসিবি সভাপতি।

বৈঠক শেষে কোচদের মতামতের কথা জানিয়ে পাপন বলেন, ‘একটা জিনিস ওরা (কোচিং স্টাফ) মনে করে আসলে ১০ দিন খেলার মাইন্ডসেটটাই নেই। টানা ১০ দিন যে খেলতে হবে এই মাইন্ডসেটটা অনেক খেলোয়াড়ের নাই। এটা একটা মাইন্ডসেটের ব্যাপার। এটা নিয়ে আমাদের কাজ করতে হবে।’


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর