৯ মে, ২০২২ ১০:০৯

চ্যাম্পিয়নস লিগে অ্যাটলেটিকো

অনলাইন ডেস্ক

চ্যাম্পিয়নস লিগে অ্যাটলেটিকো

রবিবার দিবাগত রাতে ডার্বিতে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে ১-০ ব্যবধানে হেরে গেছে রিয়াল মাদ্রিদ। আর রিয়ালকে হারিয়ে শীর্ষ চার তথা উয়েফা চ্যাম্পিয়নস লিগের পরবর্তী আসরে জায়গা করে নিয়েছে দিয়েগো সিমিওনির শিষ্যরা।

ঘরের মাঠে রিয়ালের বিপক্ষে প্রথমার্ধের শেষ দিকেই গোলের দেখা পেয়ে যায় অ্যাটলেটিকো। ৪০ মিনিটের সময় অ্যাটলেটিকোর মাথিউস কুনহাকে বক্সের মধ্যে ফাউল করেন রিয়ালের নাচো। রেফারি পেনাল্টির বাঁশি বাজান। পেনাল্টি থেকে ইয়ানিক কারাসকো গোল করে এগিয়ে নেন দলকে।

দ্বিতীয়ার্ধেও যথারীতি বেশ কয়েকটি সুযোগ তৈরি করে সিমিওনির শিষ্যরা। রিয়ালের গোলরক্ষক আন্দ্রি লুনিন বেশ কিছু শট রুখে দেন। অন্যদিকে ৭৫ মিনিটে কারাসকোর নেওয়া শট পোস্ট কাঁপিয়ে ফিরে আসে।

শেষ পর্যন্ত ১-০ ব্যবধানের হার নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।

এই ম্যাচ জিতে ৩৫ ম্যাচ থেকে ৬৪ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে অবস্থান নিয়েছে অ্যাটলেটিকো। অন্যদিকে সমান ম্যাচ থেকে ৮১ পয়েন্ট সংগ্রহ করে যথারীতি শীর্ষে আছে রিয়াল। ৬৯ পয়েন্ট নিয়ে বার্সেলোনা আছে দ্বিতীয় স্থানে। ৬৫ পয়েন্ট নিয়ে সেভিয়া আছে তৃতীয় স্থানে।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

সর্বশেষ খবর