১২ মে, ২০২২ ২০:৫৭

ইংল্যান্ডের টেস্ট কোচ ব্রেন্ডন ম্যাককালাম

অনলাইন ডেস্ক

ইংল্যান্ডের টেস্ট কোচ ব্রেন্ডন ম্যাককালাম

ব্রেন্ডন ম্যাককালাম।

ইংল্যান্ডের নতুন টেস্ট কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ব্রেন্ডন ম্যাককালাম। নিউজিল্যান্ডের সাবেক এই অধিনায়ককে টেস্টের প্রধান কোচ হিসেবে ঘোষণা করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। 

ম্যাককালামের সাথে তাদের এই চুক্তির মেয়াদ চার বছর।

ম্যাককালাম কোচ হতে যাচ্ছেন, সে ঘোষণা আগেই ছিল। তাই বাকি আনুষ্ঠানিকতা সারা হয়েছে আজ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইসিবি জানিয়েছে, এ মাসের শেষেই যুক্তরাজ্য যাচ্ছেন ম্যাককালাম। আগামী ২ জুন লর্ডসে নিউজিল্যান্ডের বিপক্ষেই মৌসুমে নিজেদের প্রথম টেস্ট খেলবে ইংল্যান্ড। সেই সিরিজ থেকেই কাজ শুরু করবে ম্যাককালাম।

২০১৯ সালে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন ম্যাককালাম। ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে নিউজিল্যান্ডকে নিয়ে গিয়েছিলেন ফাইনালে। গত অ্যাশেজে ভরাডুবির পর ক্রিকেট সাদা পোশাকের ফরম্যাটে আলাদা কোচ নিয়োগের কথা ভাবে ইসিবি।


বিডি প্রতিদিন/নাজমুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর