১৩ মে, ২০২২ ০৮:২৩

মুস্তাফিজের টেস্ট খেলা না খেলাকে ‘পারসোনাল চয়েজ’ বললেন ডোনাল্ড

অনলাইন ডেস্ক

মুস্তাফিজের টেস্ট খেলা না খেলাকে ‘পারসোনাল চয়েজ’ বললেন ডোনাল্ড

টেস্ট খেলায় প্রতি টাইগার তারকা মুস্তাফিজুর রহমানের অনাগ্রহের বিষয়টি নতুন কিছু নয়। বিসিবিকে তিনি বলেই দিয়েছেন, যেন লাল বলের ক্রিকেটে তাকে বিবেচনায় না রাখে। এজন্য টেস্টের কেন্দ্রীয় চুক্তিতে সইও করেননি বাংলাদেশের বাঁহাতি পেসার। কিন্তু বিসিবি তাকে চায় সাদা পোশাকে খেলাতে। এ বিষয়ে এবার মুখ খুলেছেন বাংলাদেশের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। এসব বিষয় খেলোয়াড়দের ব্যক্তিগত পছন্দের ওপর নির্ভর করে মনে করেন তিনি।

দক্ষিণ আফ্রিকান কোচের মতে, মুস্তাফিজের টেস্ট খেলা না খেলা ‘পারসোনাল চয়েজ।’ বৃহস্পতিবার ডোনাল্ড গণমাধ্যমের কাছে বলেছেন, ‘মুস্তাফিজের টেস্ট খেলার বিষয়টি সম্পর্কে বলা কঠিন। তারা একটি পথ বেছে নিতেই পারে। ইংল্যান্ডের ডিরেক্টর অব ক্রিকেট বলেছিলেন, ক্রিকেটাররা একসময় ১২ মাস খেলার জন্য প্রস্তুত ছিল, এখন সেটা কমে ৯ মাস। মুস্তাফিজের ব্যাপারটাও ব্যক্তিগত পছন্দ। আমরা এটা নিয়ে বোধহয় তার সাথে কথা বলতে পারি। এটা পুরোপুরি ব্যক্তিগত ব্যাপার।’

ডোনাল্ড আরু বলেছেন, ‘২০০৯ সালে যখন প্রথমবার আন্দ্রে রাসেলকে নাইটসে (দক্ষিণ আফ্রিকার ঘরোয়া দল) হয়ে খেলতে দেখলাম, আমি মনে করেছিলাম সে পৃথিবীর সেরা খেলোয়াড়। ১৫০ কিলোমিটার গতিতে বল করতো, ১১০ মিটার ছক্কা হাঁকাতো। তবে তার শরীর টেস্ট ক্রিকেটের জন্য ছিল না। তাই সে সীমিত ওভারকেই বেছে নিয়েছে। এটা যার যার ব্যক্তিগত পছন্দ। আমি মনে করি এটা মুস্তাফিজেরও পারসোনাল চয়েজ।’

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর