১৩ মে, ২০২২ ২১:৪৫

আগুয়েরোকে ‘অমরত্ব’ দিল ম্যানচেস্টার সিটি

অনলাইন ডেস্ক

আগুয়েরোকে ‘অমরত্ব’ দিল ম্যানচেস্টার সিটি

আগুয়েরোর ভাস্কর্য।

প্রথম যা কিছু, তার সবটুকুই ভীষণ আলাদা, ভীষণ অন্যরকম। তেমন এক ঘটনাই দশ বছর আগে ঘটেছিল, ২০১১-১২ মৌসুমে প্রথমবারের মতো ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপার দেখা পেয়েছিল ম্যানচেস্টার সিটি। সেই থেকেই ইপিএলে সিটিজেনদের আধিপত্যের শুরু।

আর সেই প্রথমে জড়িয়ে আছে যার নাম, তাকে তো ভালোবেসে অমরত্ব দেওয়াই যায়। ৯৩ মিনিট ২০ সেকেন্ডে সার্জিও আগুয়েরোর করা গোলেই ইতিহাস হয়েছিল। ৪৪ বছরের সাধনা পেয়েছিল পূর্ণতার জল। সেবার জার্সি খুলে মাথার ওপর ঘোরাতে ঘোরাতে মাঠময় দৌঁড়েছিলেন আগুয়েরো, তার সেই গোলের ১০ বছর পূর্তিতে বিশেষভাবে স্মরণীয় করে রেখেছে ম্যানচেস্টার সিটি।

সিটির মাঠ ইতিহাদের বাইরে এই আর্জেন্টাইনের সেই গোল উদযাপনের মুহূর্তের ভাস্কর্য বানানো হয়েছে। শুক্রবারের ভাস্কর্য উদ্বোধন অনুষ্ঠানে হাজির ছিলেন খোদ আগুয়েরো।

এসময় তিনি বলেন, ‘এটা আমার জীবনের সেরা মুহূর্ত।’ তার দাবি, সেই গোল উদযাপনেরে মুহূর্তই তার জীবনের মোড় পাল্টে দিয়েছে। 

সিটির হয়ে ৩৯০ ম্যাচে ২৬০ গোল ও ৭৩ গোল সহায়তা করেছেন আগুয়েরো, জয় করেছেন ১৫টি শিরোপা।

 


সূত্র:বিবিসি


বিডি প্রতিদিন/নাজমুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর