১৫ মে, ২০২২ ১৩:৫৬

প্রতিরোধ গড়ে তুলছে শ্রীলঙ্কা

অনলাইন ডেস্ক

প্রতিরোধ গড়ে তুলছে শ্রীলঙ্কা

মধ্যাহ্ন বিরতির ১০ মিনিট আগে দ্বিতীয় উইকেট হারালেও শ্রীলঙ্কা আবার ঘুরে দাঁড়িয়েছ। অ্যাঞ্জেলো ম্যাথুজ-কুশল মেন্ডিসের জুটিতে প্রতিরোধ গড়ে সফরকারীরা। দলটি ইতিমধ্যে অর্ধশতরানের জুটি পার করে ফেলেছে। রানের চাকা সচল রেখেছেন দুজনেই। মাত্র ৬৪ বলে জুটির ফিফটি করেন দুজনে।  

৩৪ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ২ উইকেটের বিনিময়ে ১২৬ রান।

এর আগে, চট্টগ্রামে সিরিজের প্রথম ম্যাচে সকালে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন সফরকারী লঙ্কান অধিনায়ক দ্বিমুথ করুনারত্নে। ব্যাট করতে নেমে অবশ্য বেশীক্ষণ টিকেনি ওপেনিং জুটি।

দীর্ঘদিন পর দলে ফেরা নাঈম হাসান নিজের দ্বিতীয় ওভারের পঞ্চম বলেই সাজঘরে ফেরান ৯ (১৭) রান করা করুনারত্নেকে। নাঈমের কুইকার বল কিছুটা ব্যাক ফুটে গিয়ে খেলতে গিয়েছিলেন লঙ্কান অধিনায়ক। তবে বলের গতির সঙ্গে পেরে উঠতে পারেননি করুনারত্নে। বল গিয়ে লাগে প্যাডে। আম্পায়ার আউট দিলেও রিভিউ নেন লঙ্কান ব্যাটার। পরে রিভিউতে দেখা যায় বল গিয়ে লাগে অফ-স্টাম্পে।

দ্বিতীয় উইকেট জুটিটা বেশ লম্বা হয়েছে। ওশাধা ফার্নান্দো আর কুশল মেন্ডিস খেলেছেন ৮১ বল। দুজনের জুটি থেকে আসে ৪৩ রান। শেষ পর্যন্ত ২১.২ ওভারের মাথায় ফার্নান্দোকে ফেরান নাঈম। ফার্নান্দোর ব্যাট ছুঁয়ে উইকেট রক্ষক লিটন দাসের হাতে যায় বল।

মধ্যাহ্ন বিরতির আগে শ্রীলঙ্কার সংগ্রহ ২ উইকেটে ৭৩ রান।

 


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর