২৯ মে, ২০২২ ১১:২১

এমবাপ্পেকে ভুলে গেছে রিয়াল মাদ্রিদ

অনলাইন ডেস্ক

এমবাপ্পেকে ভুলে গেছে রিয়াল মাদ্রিদ

কয়েকদিন আগেই ফুটবল বিশ্বে আলোচনার কেন্দ্রে এখন ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি হয়ে গেছে, এমন গুঞ্জনও ছড়িয়ে পড়ার পর এমবাপ্পে জানান, আরও তিন মৌসুম থাকছেন পিএসজিতেই। 

লিভারপুলকে হারিয়ে শনিবার রাতে চ্যাম্পিয়নস লিগের ১৪তম শিরোপা জিতেছে মাদ্রিদ। সেটাও এমবাপ্পের শহর প্যারিসে। জয়ের পরও তাই তার প্রসঙ্গটা চলে আসল। রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ অবশ্য সাফ জানিয়ে দিয়েছেন, এমবাপ্পেকে ভুলে গেছেন তারা।  

তিনি বলেছেন, ‘সেরা খেলোয়াড় হতে এমবাপ্পে সবসময় কাজ করে যাবে। কিন্তু তাকে ইতোমধ্যেই ভুলে গেছি, কিছুই হয়নি। মাদ্রিদ একদম ঠিকঠাক একটা মৌসুম কাটিয়েছে আর এটা (এমবাপ্পে) ভুলে যাওয়া বিষয়। আজকে কোনো এমবাপ্পে নেই, রিয়াল মাদ্রিদের পার্টি আছে।’

রিয়ালের এবারের মৌসুম নিয়ে পেরেজ বলেছেন, ‘সাধারণভাবে এই মৌসুমটা আমাদের ভালো কেটেছে। ভালো প্রতিদ্বন্দ্বীতা হয়েছে। আমরা একদিক থেকে ভাগ্যবান সব কঠিন প্রতিপক্ষকে পেরিয়ে এসেছি। যোগ্য হিসেবেই চ্যাম্পিয়নস লিগ জিতেছি।’

‘খেলোয়াড়, কোচ ও সমর্থকদের কাছে এটা ফলের মতো। এই খেলোয়াড়রা সমর্থকদের মাধ্যমে সংক্রমিত আর আমরা এমন কিছু ম্যাচ দেখেছি যেগুলো সহজে ভুলে যাওয়া যাবে না।’


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর