৩১ মে, ২০২২ ১৬:৩৭

উইকেটরক্ষক লিটনকে যা বললেন ফিল্ডিং কোচ

অনলাইন ডেস্ক

উইকেটরক্ষক লিটনকে যা বললেন ফিল্ডিং কোচ

লিটন দাস (ফাইল ছবি)

বাংলাদেশ দলের উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস ব্যাট হাতে ক্যারিয়ারের সেরা সময় কাটাচ্ছেন। তবে সাম্প্রতিক সময়ে লেগ বিফোর কিংবা কট বিহাইন্ডের ক্ষেত্রে বেশ কয়েকবার লিটনের কাছ থেকে সেরা প্রতিক্রিয়া পায়নি বাংলাদেশ। 

শ্রীলঙ্কার বিপক্ষে দিমুথ করুনারাত্নের লেগ বিফোরের রিভিউ নেওয়ার ক্ষেত্রেই যেমন, লিটনের পরামর্শেই রিভিউ নেয়নি বাংলাদেশ। কিন্তু রিপ্লে’তে দেখা যায় রিভিউ নিলে সেটিতে আউট ছিলেন করুনারাত্নে। এর বাইরে দক্ষিণ আফ্রিকা সিরিজে খালেদ আহমেদ কিংবা নিউজিল্যান্ড সিরিজে তাসকিন আহমেদের ওভারে কট বিহাইন্ডের ক্ষেত্রেও ব্যাটের কানায় লেগে যাওয়ার শব্দ ঠিকঠাক ধরতে পারেননি লিটন।

তবে এসব নিয়ে খুব একটা চিন্তিত নন বাংলাদেশ দলের ফিল্ডিং কোচ শেন ম্যাকডেরমট। তার মতে, পেস বোলিংয়ের সময় উইকেটরক্ষক যেহেতু স্ট্যাম্প থেকে অনেক দূরে দাঁড়ান, তাই অনেক সময় ব্যাটের কানায় লেগে যাওয়া মৃদু শব্দগুলো উইকেটরক্ষকের কান পর্যন্ত পৌঁছায় না।

ম্যাকডেরমট বলেন, ‘শুধু লিটন না, আম্পায়াররাও অনেক সময় এসব মৃদু শব্দ (নিক) শুনতে পায় না। এখানে খুবই সূক্ষ্ম বিষয় থাকে এবং এটি খুবই কঠিন আসলে। অনেক দর্শক থাকে, ম্যাচের মধ্যে অনেক কিছু চলতে থাকে। এছাড়া তার তো স্ট্যাম্প থেকে অনেক দূরে দাঁড়াতে হয়।’

মঙ্গলবার সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে তিনি আরও বলেন, ‘কখনও কখনও সে (লিটন) এসব মৃদু শব্দের ক্ষেত্রে আম্পায়ার-বোলারের চেয়ে দূরে থাকে। আমার মনে হয় না লিটন খুব বেশি মিস করেছে। মাঝেমধ্যে স্ট্যাম্প মাইকও ঠিকঠাক ধরতে পারে না এগুলো। আমার মতে লিটন উইকেটের পেছনে অসাধারণ করছে।’


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর