১৪ জুন, ২০২২ ১২:১২

নাইজেরিয়ার ১০ গোল

অনলাইন ডেস্ক

নাইজেরিয়ার ১০ গোল

বাছাই পর্ব পেরোতে না পারায় কাতার বিশ্বকাপে দেখা যাবে না  নাইজেরিয়াকে। তবে গত সাত বিশ্বকাপের ছয়টিতে মূল পর্বে খেলা ‘সুপার ঈগলরা’ তাতে খুব একটা বিচলিত নয়। বরং অন্য টুর্নামেন্টগুলোতে নিজেদের সেরাটা দিতে উদগ্রীব তারা। আফ্রিকা কাপ অব নেশনসের বাছাইপর্বে তো রীতিমতো তাণ্ডব চালাচ্ছে দেশটি। সবশেষ ম্যাচে সাও তোমে এন্ড প্রিন্সিপেকে ১০-০ গোলে উড়িয়ে দিয়ে ইতিহাস গড়েছে সুপার ঈগলরা।

আফ্রিকা কাপ অব নেশনসের বাছাইপর্বের ইতিহাসে কখনোই নাইজেরিয়ার চেয়ে বড় ব্যবধানে জেতেনি কেউ। ১৯৬১ সাল থেকে শুরু হওয়া আফ্রিকা কাপ অব নেশনসের বাছাইপর্বে এর আগে সর্বোচ্চ ৮ গোলের ব্যবধানে জয়ের রেকর্ড ছিল যৌথভাবে ঘানা, কেনিয়া এবং লিবিয়ার।

মরক্কোর স্তাদে আদরারে সাও সাও তোমে এন্ড প্রিন্সিপের বিপক্ষে প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় নাইজেরিয়া, আর বাকি সাত গোল আসে দ্বিতীয়ার্ধে। ম্যাচের ৯, ৪৮, ৬৫ এবং ৮৪ মিনিটে চার গোল করেন ইতালিয়ান ক্লাব নাপোলির হয়ে খেলা ভিক্টর ওসিমেন। 

নাইজেরিয়ার হয়ে বাকি ছয় গোলের দুটি করেছেন তেরেম মোফি, আর একটি করে গোল করেছেন মোসেস সাইমন, ওঘেনেকারো এতেবো, আদেমোলা লুকমান এবং ইমানুয়েল ডেনিস।

এই জয়ে দুই ম্যাচ থেকে পূর্ণ ছয় পয়েন্ট নিয়ে এখন নিজেদের গ্রুপের শীর্ষে সুপার ঈগলরা।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর